ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা কিলিয়ান এমবাপ্পের কাছে লিওনেল মেসির সঙ্গে পিএসজিতে দুই মৌসুম খেলাটা ছিল এক 'অমূল্য' ও 'স্মরণীয়' অভিজ্ঞতা। যদিও তার শৈশবের আদর্শ ক্রিশ্চিয়ানো রোনালদো, তবুও মেসির পাশে খেলার সুযোগ পেয়ে নিজেকে সৌভাগ্যবান মনে করেন এমবাপ্পে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এই তারকা ফরোয়ার্ড জানিয়েছেন, কীভাবে মেসি ও রোনালদো দুজনই তাকে অনুপ্রেরণা জুগিয়েছেন। পিএসজিতে আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসির সঙ্গে তার সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন শোনা গেলেও এমবাপ্পে এই সময়ের অভিজ্ঞতাকে অমূল্য বলে আখ্যা দিয়েছেন।
তিনি বলেন, ‘ক্যারিয়ারে কখনো ভাবিনি মেসির সঙ্গে একই দলে খেলার সুযোগ পাব। আমার স্বপ্ন ছিল রিয়াল মাদ্রিদে খেলব। মেসির সঙ্গে খেলাটা আমার জন্য সৌভাগ্য। তার থেকে আমি অনেক কিছু শিখেছি এবং আমি তার কাছে ভীষণ কৃতজ্ঞ।’
পিএসজি ছেড়ে বর্তমানে রিয়াল মাদ্রিদে খেলছেন এমবাপ্পে। সেখানে প্রথম মৌসুমে ৫৯ ম্যাচে ৪৪ গোল এবং দ্বিতীয় মৌসুমে মাত্র ১০ ম্যাচে ১৪ গোল করে দারুণ ফর্মে আছেন তিনি।
মেসির সান্নিধ্য পেলেও ২০১৮ বিশ্বকাপজয়ী এই তারকা এখনো আদর্শ মেনে চলেন ক্রিশ্চিয়ানো রোনালদোকেই। এমবাপ্পে বলেন, রোনালদো আমার কাছে অনেক বড় আদর্শ।
আমি ভাগ্যবান যে তার সঙ্গে কথা বলা, পরামর্শ নেওয়ার সুযোগ পেয়েছি এবং এখনো পারি। সে আমাকে অনেক সাহায্য করে।
এ ছাড়াও, তিনি ২০২৬ বিশ্বকাপে নতুন করে চেষ্টা করার প্রত্যয় ব্যক্ত করেছেন এবং ব্রাজিল তারকা ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে তার ভালো সম্পর্কের কথাও নিশ্চিত করেছেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন