স্প্যানিশ লা লিগার নতুন মৌসুমে নিজেদের প্রথম হোম ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। মাত্র ৬ হাজার দর্শকের সামনে খেলতে নেমেও কাতালান ক্লাবটি ভ্যালেন্সিয়াকে উড়িয়ে দিয়েছে ৬-০ গোলের বিশাল ব্যবধানে।
এই জয়ের ফলে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে বার্সা, যারা শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে মাত্র ২ পয়েন্ট পিছিয়ে।
স্টেডিয়ামের সীমাবদ্ধতা সত্ত্বেও দলের পারফরম্যান্সে কোনো ঘাটতি ছিল না। ন্যু ক্যাম্প সংস্কারের কাজ চলমান থাকায় এবং লুইস কম্পানিস স্টেডিয়ামের মাঠের অবস্থার কারণে বার্সেলোনাকে খেলতে হয়েছে মাত্র ৬ হাজার আসনের ইয়ুহান ক্রুইফ স্টেডিয়ামে।
বিশেষ অনুমতি নিয়ে এই ম্যাচ খেলে কাতালানরা। ম্যাচে বার্সেলোনার পক্ষে জোড়া গোল করেন ফেরমিন লোপেজ, রাফিনিয়া এবং রবার্ট লেভানদোস্কি।
প্রথমার্ধে ফেরান তরেসের সহায়তায় লোপেজ প্রথম গোলটি করেন। তবে দ্বিতীয়ার্ধেই দেখা যায় বার্সেলোনার আসল দাপট। বদলি হিসেবে নামা রাফিনিয়া দুর্দান্ত এক শর্টে নিজের প্রথম গোল করেন।
এর পরপরই ফেরমিন লোপেজ নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান বাড়ান। এরপর রাফিনিয়াও তার জোড়া গোল পূর্ণ করেন। ম্যাচের শেষদিকে নামা রবার্ট লেভানদোস্কি সময় নষ্ট না করে পরপর দুটি গোল করে দলের গোল সংখ্যা ৬-এ নিয়ে যান।
ম্যাচ শেষে বার্সেলোনার কোচ হান্সি ফ্লিক বলেন, শুরু থেকেই আমরা আক্রমণাত্মক খেলেছি। লোপেজ, রাফিনিয়া, লেভানদোস্কি - সবাই অসাধারণ খেলেছে। দলে এত ভালো খেলোয়াড় থাকা আমার জন্য দারুণ আনন্দের।
অন্যদিকে, এই বিশাল হারের ফলে মাত্র ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ১৫তম স্থানে নেমে গেছে ভ্যালেন্সিয়া।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন