লা লিগায় দাপট দেখানো বার্সেলোনার জয়রথ অবশেষে থামল। চলতি মৌসুমে অপরাজিত থাকা ফ্লিকের দল সেভিয়ার মাঠে গিয়ে ৪-১ গোলের বিশাল ব্যবধানে পরাজিত হয়েছে। এই অপ্রত্যাশিত হারে লিগ টেবিলের শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া করল কাতালান জায়ান্টরা।
বার্সেলোনার অন্যতম ভরসা লামিন ইয়ামাল ও রাফিনহাসহ আরও কয়েকজন তারকাকে ছাড়া খেলতে নামার মাশুল দিতে হলো তাদের।
আক্রমণভাগে ১৭টি শট নিয়েও তারা মাত্র একটি গোল আদায় করতে সক্ষম হয়, যেখানে সেভিয়ার ১৩ শটের মধ্যে পাঁচটি লক্ষ্যে ছিল এবং এর চারটিই জালে জড়ায়।
ম্যাচের ১৩তম মিনিটে বার্সেলোনার সাবেক উইঙ্গার সানচেস সফল স্পট কিকে স্বাগতিকদের এগিয়ে দেন (১-০)। এরপর ৩৬তম মিনিটে সেভিয়ার হয়ে দ্বিতীয় গোলটি করেন রোমারো।
বার্সেলোনা ডিফেন্ডার কুন্দে মাঝমাঠে বল হারালে দ্রুত কাউন্টার অ্যাটাকে গোলটি আদায় করে নেয় সেভিয়া।
তবে প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে খানিকটা স্বস্তি ফেরে বার্সা শিবিরে। পেদ্রির ক্রস থেকে দুরন্ত এক ভলিতে ব্যবধান কমান রাশফোর্ড (২-১)।
দ্বিতীয়ার্ধে বার্সেলোনা গোল শোধ দেওয়ার আপ্রাণ চেষ্টা করলেও আরও দুই গোল হজম করে তারা। ম্যাচের ৭৬তম মিনিটে সফরকারীরা সমতায় ফেরার সুবর্ণ সুযোগ পেয়েছিল, কিন্তু পেনাল্টি পেয়েও তা থেকে গোল করতে পারেননি তারকা স্ট্রাইকার লেভানডোভস্কি।
নির্ধারিত সময়ের শেষ মিনিটে বার্সেলোনার জালে বল পাঠিয়ে সেভিয়ার জয় অনেকটাই নিশ্চিত করে ফেলেন হোসে আনহেল কারমোনা (৩-১)। আর যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে বার্সেলোনার কফিনে চতুর্থ ও শেষ পেরেক ঠুকে দেন অ্যাকর অ্যাডামস (৪-১)।
এই প্রথম হারের পর বার্সেলোনা ৮ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রইল। অন্যদিকে, এই বড় জয়ের ফলে সেভিয়া সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের সাতে উঠে এলো।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন