আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করেছে টাইগাররা। শারজাহতে শেষ ম্যাচে ৬ উইকেটের জয় তুলে নিয়ে সিরিজে আফগানদের হোয়াইটওয়াশ করল বাংলাদেশ।
এদিন বাংলাদেশ টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। ইনিংসের শুরু থেকেই নিয়ন্ত্রিত বোলিংয়ে আফগান ব্যাটারদের চাপে রাখেন নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন ও শরিফুল ইসলাম।
নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আফগানিস্তান। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৪৩ রানের বেশি করতে পারেনি তারা।
লক্ষ্য তাড়ায় বাংলাদেশ শুরু থেকেই দেখিয়েছে আত্মবিশ্বাস। ইনিংসের নায়ক তিন নম্বরে নামা সাইফ হাসান। ৩৮ বলে অপরাজিত ৬৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি।
তার ব্যাট থেকে আসে ৭টি ছক্কা ও ২টি চার। ফলে ৬ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে টাইগাররা। সিরিজের শেষ ম্যাচে ম্যাচসেরার পুরস্কার জিতে নেন সাইফ।
ম্যাচ শেষে অধিনায়ক জাকের আলী অনিক বলেন, দারুণ অনুভূতি হচ্ছে। আমরা জানতাম আফগানিস্তানের স্পিন আক্রমণ কতটা শক্তিশালী, তাই আগেভাগেই আলাদা প্রস্তুতি ছিল।
ছেলেরা দায়িত্বশীল খেলেছে, প্রত্যেকে নিজেদের কাজটা সঠিকভাবে করেছে। এই সাফল্যের কৃতিত্ব পুরো দলের।
জাকের আরও বলেন, এশিয়া কাপে ব্যর্থতার পর সবাই বুঝেছিল কোথায় ঘাটতি ছিল। শেষ তিন ম্যাচে আমরা ফিল্ডিংয়ে অসাধারণ ছিলাম, বোলাররা ব্যাটারদের কাজ সহজ করে দিয়েছে। আসল বিষয় হলো নিজেদের সামর্থ্যে বিশ্বাস রাখা। আমরা সেটাই করেছি।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন