শারজাহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। আগেই সিরিজ নিজেদের করে নেওয়ায় এই ম্যাচটি বাংলাদেশের জন্য নিয়মরক্ষার হলেও দলে কিছু পরিবর্তন এনে ভবিষ্যতের চিন্তা করছে টাইগাররা।
সিরিজের প্রথম দুই ম্যাচে জিতে ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে জাকের আলীর নেতৃত্বাধীন বাংলাদেশ দল। শেষ ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে দলের অভিজ্ঞ বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে। তার জায়গায় একাদশে জায়গা পেয়েছেন তরুণ ডানহাতি পেসার তানজিম সাকিব। এ ছাড়া প্রথম টি-টোয়েন্টিতে খেলা তাসকিন আহমেদকেও রাখা হয়নি আজকের একাদশে।
আফগানিস্তান দলেও এসেছে এক পরিবর্তন। তরুণ লেগ স্পিনার নুর ইসলামকে বিশ্রাম দিয়ে একাদশে রাখা হয়েছে পেসার বাশির আহমেদকে। এই ম্যাচেও দলটির নেতৃত্ব দিচ্ছেন বিশ্বখ্যাত লেগ স্পিনার রশিদ খান।
টসের পর রশিদ খান জানান, উইকেট ব্যাটিং সহায়ক হতে পারে বলে তার ধারণা। টস জিতলে তিনি ব্যাটিং নিতেন, কারণ ম্যাচের শেষদিকে রান তোলা কঠিন হয়ে যেতে পারে বলে মনে করেন তিনি। প্রথম ১০ ওভার ম্যাচের গতিপথ নির্ধারণ করে দিতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
বাংলাদেশ অধিনায়ক জাকের আলী জানান, সিরিজের প্রথম দুই ম্যাচে পরে ব্যাটিং করে সফলতা আসায়, এবারও একই কৌশলে খেলছে দল। তার মতে, লক্ষ্য সামনে রেখে খেললে দল আরও আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামতে পারে।
বাংলাদেশের একাদশ
তানজিদ তামিম, পারভেজ ইমন, সাইফ হাসান, জাকের আলী (অধিনায়ক), শামীম হোসেন, নুরুল হাসান (উইকেটকিপার), মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিম সাকিব, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম।
আফগানিস্তানের একাদশ
সাদেকুল্লাহ আতাল, ইব্রাহিম জাদরান, রহমানুল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ওয়াফিউল্লাহ তারাখিল, দারভিশ রাসুলি, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান (অধিনায়ক), আব্দুল্লাহ আহমেদজাই, মুজিব উর রহমান, বাশির আহমেদ।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন