বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব পর্যটন দিবস উৎযাপন করেছে দেশের অন্যতম বৃহত্তম ট্রাভেল এজেন্ট আকাশ বাড়ি হলিডেজ। রোববার (২৮ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানটি তাদের বনানী ৭ নম্বর সড়কের জি ব্লকে অবস্থিত প্রধান কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করে।
গ্রাহক সেবাকে আরও ত্বরান্বিত করে সাশ্রয়ীভাবে বিশ্ব ভ্রমণে বিশ্বস্ত ‘ভ্রমণ বন্ধু’ হিসেবে পাশে থাকবে আকাশ বাড়ি হলিডেজ।
বিশ্বভ্রমণকে মধ্যবিত্তের নাগালে আনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ক্রেডিট কার্ড থাকলে এক হাজার ৯৯০ টাকায় বিদেশ ভ্রমণ করা যাবে। আকাশ বাড়ি আগামী একমাস দিবে ফ্রি ভিসা পরামর্শ।
অনুষ্ঠানে আকাশ বাড়ি হলিডেজের কর্ণধার তৌহিদুল আলম মিল্কি বলেন, সময় পরিবর্তনের সাথে সাথে বিশ্বব্যাপী পর্যটনখাতে ব্যাপক পরিবর্তন আসছে। ই-পাসপোর্ট থেকে শুরু করে স্বংক্রিয় পদ্ধতিতে বোডিং পাশও সরবরাহ করা হচ্ছে। আমরাও ধীরে ধীরে আধুনিকতার দিকে এগিয়ে যাচ্ছি। দেশের বৃহত্তম তৃতীয় টার্মিনাল চালু হলে আমরাও এক নতুন যুগে প্রবেশ করবো।
তিনি বলেন, বর্তমানে আকাশ বাড়ি বিশ্বের বেশ কয়েকটি দেশে সুনামের সাথে বাংলাদেশি পর্যটকদের সেবা প্রদান করে আসছে। বর্তমানে প্রায় ২০০ জন মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে প্রতিষ্ঠানটিতে। শুরুর পর থেকে ভ্রমণ পিপাসু লাখ লাখ গ্রাহকদের আস্থা অর্জনে সক্ষম হয়েছে আকাশ বাড়ি হলিডেজ।
অনুষ্ঠানে আকাশ বাড়ি হলিডেজের কর্মকর্তা-কর্মচারী ও শতাধিক শুভাকাঙ্খী উপস্থিত ছিলেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন