চুয়াডাঙ্গা জেলা কারাগারে বন্দি অবস্থায় মিলন হোসেন (৪০) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোররাতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মিলন হোসেন চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার চিৎলা গ্রামের বাসিন্দা। তার পিতার নাম বিল্লাল হোসেন মালিতা।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৮ আগস্ট দামুড়হুদা মডেল থানায় সংঘটিত একটি মারামারির ঘটনায় মিলনসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়। পরবর্তীতে ৪ সেপ্টেম্বর তিনি আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কারা কর্তৃপক্ষ জানায়, গতকাল (২৮ সেপ্টেম্বর) রাতের দিকে মিলন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে তাৎক্ষণিকভাবে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার পর তার মৃত্যু ঘটে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. ওয়াহিদ মাহমুদ রবিন বলেন, ‘মিলন নামের এক বন্দি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’
চুয়াডাঙ্গা জেলা কারাগারের জেলার মো. ফখরউদ্দিন বলেন, ‘মিলন হোসেন ৪ সেপ্টেম্বর থেকে কারাগারে ছিলেন। অসুস্থতা দেখা দিলে তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’
এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, ‘মারামারির মামলায় নিয়মিত প্রক্রিয়ায় মিলনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছিল।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন