- ঢাকা-১০ আসনে স্বতন্ত্র নির্বাচন করতে চান আসিফ
- দলের বিষয়ে দু-তিন দিন সময় নিতে চান মাহফুজ
উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগের পর সাবেক দুই ছাত্রনেতার রাজনৈতিক দলে যোগদান এবং নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে ধোঁয়াশা কাটতে যাচ্ছে। দুজনের ঘনিষ্ঠ সূত্রের দাবি, উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করা সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার পুরোনো দল গণঅধিকার পরিষদে যোগ দিচ্ছেন। আর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেবেন। এর বাইরে তাদের অন্য রাজনৈতিক দলে যোগ দেওয়ার আলোচনাও চলছে। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি আসিফ-মাহফুজ। আগামী কয়েক দিনের মধ্যে তারা কোন দলে যোগ দেবেন, তা আনুষ্ঠানিকভাবে জানাবেন।
এদিকে তাদের নির্বাচনি আসন অনেকটা নিশ্চিত হলেও কোনো দলে যোগ দেবেন কি না, নাকি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেনÑ এ বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানাননি দুজনের কেউই। তারা পদত্যাগের আগে বিভিন্ন দলের সঙ্গে আলোচনা করেছেন। মাহফুজ আলম ও আসিফ মাহমুদ জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির ছাত্রনেতা হিসেবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে স্থান পেয়েছিলেন। গত বুধবার তারা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন। গতকাল বৃহস্পতিবার জাতীয় নির্বাচনের তপশিল ঘোষণার পর তাদের পদত্যাগ কার্যকর হয়।
জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির নেতাদের উদ্যোগে গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে মাহফুজ আলম ও আসিফ মাহমুদের ঘনিষ্ঠতা রয়েছে। দলটিতে তাদের প্রভাবও ছিল বলে তথ্য রয়েছে। তবে গত কয়েক মাসে আসিফের সঙ্গে এনসিপির শীর্ষ নেতাদের দূরত্ব তৈরি হয়। ফলে আসিফের যোগদান নিশ্চিত না হলেও মাহফুজের এনসিপিতে আসার সম্ভাবনা বেশি বলেই দলটির কয়েকটি সূত্র নিশ্চিত করেছে।
এ দুই তরুণ নেতার এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে দলটির সদস্যসচিব আখতার হোসেন বলছেন, দুজন এনসিপিতে যোগ দিতে চাইলে তারা সাদরে গ্রহণ করবেন। তিনি বলেন, ‘আসিফ মাহমুদ জনতার কাতারে এসেছেন, আমরা তাকে স্বাগত জানাই। তিনি কোন দলের হয়ে নির্বাচন করবেন, সেটি তার সিদ্ধান্ত। তিনি যদি জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) আসেন, আমরা তাকে স্বাগত জানাব। এর আগে নাহিদ ইসলাম যখন উপদেষ্টার দায়িত্ব ছেড়ে এনসিপির সঙ্গে যুক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন, তখন আমরা তাকে যেভাবে স্বাগত জানিয়েছিলাম, তেমনিভাবে দুজন ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম এনসিপির সঙ্গে যুক্ত হতে চাইলে আমরা তাদের স্বাগত জানাব।’
একই সঙ্গে মাহফুজ আলমের যোগদান অনেকটা নিশ্চিত ইঙ্গিত দিয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী তাকে স্বাগত জানিয়ে নিজের ফেসবুকে পোস্ট করেছেন। সেখানে তিনি লেখেন, ‘ফিরে আসার জন্য স্বাগত।’
এদিকে আসিফ মাহমুদের সঙ্গে বৈঠকের সত্যতা স্বীকার করেছেন গণঅধিকার পরিষদের অন্যতম শীর্ষ নেতা রাশেদ খান। তিনি বলেন, ‘আসিফ মাহমুদ একসময় আমাদের সহযোদ্ধা ছিলেন। তার সঙ্গে আমাদের সখ্য আছে, একধরনের রাজনৈতিক বন্ধন আছে। তিনি গণঅধিকার পরিষদের ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন। আমরাও এ ব্যাপারে ইতিবাচক।’
একই সঙ্গে নুরুল হক নুর তার ফেসবুকে লিখেছেন, ‘আসিফ হঠাৎ গজিয়ে ওঠা বা ২০-২৫ দিনের আন্দোলনের কোনো নেতা নয়। আসিফ ফ্যাসিবাদের উত্তাল সময়ে রাজপথের সংগ্রাম থেকে গড়ে ওঠা নেতা, রাজপথে আমার সংগ্রামের সারথি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের অভিপ্রায় থেকে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছে। অফিসিয়ালি এখনো কোনো রাজনৈতিক দলে যোগ দেয়নি, হয়তো শিগগিরই সিদ্ধান্ত নেবে।’
এদিকে মাহফুজ ও আসিফের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, তারা বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে অধিক আগ্রহী। বিএনপির বিভিন্ন পর্যায়ে তারা কথাও বলেছেন। তবে কিছুই এখনো চূড়ান্ত হয়নি। অবশ্য তাদের দিক থেকে একটি বিষয় অনেকটা চূড়ান্ত, মাহফুজ আলম লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ উপজেলা) এবং আসিফ মাহমুদ ঢাকা-১০ (ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট ও হাজারীবাগ) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন