শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২৫, ১২:২৭ এএম

গাজীপুর-ঢাকা মহাসড়কে বাড়ল নিরাপত্তা ও সেবার পরিধি

কাঞ্চন ব্রিজ এলাকায় হাইওয়ে পুলিশ বক্স উদ্বোধন

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২৫, ১২:২৭ এএম

ট্রাফিক পুলিশ বক্স  উদ্বোধন করছেন পুলিশ সুপার মোহাম্মদ রহমত উল্লাহ । ছবি : রূপালী বাংলাদেশ

ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধন করছেন পুলিশ সুপার মোহাম্মদ রহমত উল্লাহ । ছবি : রূপালী বাংলাদেশ

গাজীপুর-ঢাকা মহাসড়কের ব্যস্ততম কাঞ্চন ব্রিজ এলাকায় সড়ক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা জোরদারে নতুন হাইওয়ে পুলিশ বক্স উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) সকালে গাজীপুর রিজিয়নের হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ রহমত উল্লাহ নতুন বক্সটির উদ্বোধন করেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, হাইওয়ে পুলিশ জনগণের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। নতুন বক্স চালু হওয়ায় দুর্ঘটনা প্রতিরোধ, যাত্রী নিরাপত্তা ও জরুরি সেবায় গতি আসবে।

কাঞ্চন হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক (নিরস্ত্র) মো. সোহেল রানা বলেন, প্রতিদিন বিপুল যাত্রী চলাচল করা এ সড়কে দীর্ঘদিন ধরে একটি স্থায়ী পুলিশ বক্সের প্রয়োজন ছিল। নতুন স্থাপনাটি চালু হওয়ায় দুর্ঘটনা বা জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়া সম্ভব হবে। সড়ক নিরাপত্তা–বিষয়ক নির্দেশনামূলক বোর্ড ও চেকপোস্ট স্থাপনের মাধ্যমে চালক ও পথচারীদের সচেতনতা বৃদ্ধিতেও এটি ভূমিকা রাখবে।

নতুন পুলিশ বক্স নির্মাণে সহযোগিতা করেছে প্লাটিনাম গ্রুপ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক মেজর জেনারেল (অব.) নুরুজ্জামান চৌধুরীসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা জানান, সড়ক নিরাপত্তাবিষয়ক উদ্যোগে ভূমিকা রাখতে পেরে প্রতিষ্ঠানটি নিজেদের সৌভাগ্যবান মনে করছে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সদস্যরা অনুষ্ঠানে অংশ নেন। তাদের মতে, নতুন হাইওয়ে পুলিশ বক্স চালু হওয়ায় এলাকার নিরাপত্তা, যান চলাচলের শৃঙ্খলা এবং জরুরি সেবা—সব ক্ষেত্রেই উন্নতি হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!