চুয়াডাঙ্গায় পুলিশের বার্ষিক মাস্কেট্রি ফায়ারিংয়ের অনুশীলনের সময় ভুলবশত গুলিতে এক পথচারী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে চুয়াডাঙ্গা সদরের জাফরপুর বিজিবি ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ বাবু হোসেন (৩২) মোটরসাইকেলে করে হায়দারপুর থেকে সাতগাড়ির দিকে যাচ্ছিলেন।
পথচারীদের ভাষ্য, এ সময় হঠাৎ ছোড়া একটি বুলেট তার বুকের বাঁ পাশে লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সার্জারি কনসালট্যান্ট এহসানুল হক তন্ময় বলেন, বুলেটটি তার বুকে প্রায় এক ইঞ্চি গভীরে বিদ্ধ হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি মিজানুর রহমান জানান, নিয়ম মেনে ফায়ারিং অনুশীলন করা হচ্ছিল এবং লোকজনকে আগে থেকেই সতর্ক করা হয়েছিল। গুলি কোথা থেকে এসে আঘাত করেছে, তা তদন্ত করা হচ্ছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন