ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে আজ শুক্রবার থেকে দলীয় মনোনয়ন ফরম বিতরণ শুরু করবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। ঢাকার তোপখানা রোডে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের সাধারণ সম্পাদক সাইফুল হক। নির্বাচনের আগে এসে অবৈধ অস্ত্র ও কালো টাকার ব্যবহার বেড়ে যাচ্ছে বলে মন্তব্য করেন সাইফুল হক। তিনি বলেন, সময় যত এগিয়ে আসছে, নির্বাচন নিয়ে জনমনে ততই সংশয়, উদ্বেগ ও আশঙ্কা বেড়ে চলেছে। দেশের বিভিন্ন এলাকায় নির্বাচনি প্রচার-প্রচারণা, সভা-সমাবেশকে কেন্দ্র করে যে সহিংসতা হচ্ছে, তা রীতিমতো আইনশৃঙ্খলার পরিস্থিতির চরম অবনতির প্রমাণ।
কোনো কোনো এলাকায় অবৈধ আগ্নেয়াস্ত্রের মহড়া চলছে, গোলাগুলির মতো ঘটনাও ঘটছে। একেক প্রার্থী ইতিমধ্যে হাজার হাজার বিলবোর্ড, ফেস্টুন, নানা রঙের পোস্টার লাগিয়ে কোটি কোটি টাকাও খরচ করেছেন। নানা প্রলোভন দেখিয়ে, অগ্রিম মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের বিভ্রান্ত করে ভোটের আগেই বেশুমার টাকা খরচ করে ফেলেছেন। এই পরিস্থিতি চলতে থাকলে অবাধ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠান গুরুতর ঝুঁকির মধ্যে পড়ে যাবে মন্তব্য করে সাইফুল হক বলেন, অবাধ, অংশগ্রহণমূলক নির্বাচনের গুরুত্বপূর্ণ বাধা হলো কালো টাকার খেলা। আগে যে মনোনয়নপত্রের জামানত ছিল কুড়ি হাজার টাকা, সেটা বাড়িয়ে এবার পঞ্চাশ হাজার টাকা করা হয়েছে, আর নির্বাচনি ব্যয় যেখানে পঁচিশ লাখ টাকা ছিল, সেটাও বাড়িয়ে দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন