ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান। দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে অবকাশ যাপন শেষে সম্প্রতি দেশে ফিরেছেন তিনি। দেশে ফিরেই ভক্তদের দিয়েছেন পরপর দুটি সুখবর। একদিকে সিনেমা ক্যারিয়ারের ২৫ বছর পূর্তি- রজতজয়ন্তী, অন্যদিকে নতুন সিনেমার আভাস দিয়ে ভক্তদের মাঝে তৈরি করেছেন উত্তেজনা।
গত শনিবার (২৭ সেপ্টেম্বর) ছিল শাকিব খানের বড় ছেলে আব্রাম খান জয়ের জন্মদিন। বিশেষ এই দিনে ফেসবুকে একটি ছবি শেয়ার করে শাকিব লেখেন, ‘এখানেই তোমাদের সবার নতুন স্বপ্ন, নতুন যাত্রা আর অফুরন্ত ভালোবাসা।’
এই ক্যাপশন থেকেই ধারণা করা হচ্ছে, তিনি তার পরবর্তী সিনেমা ‘সোলজার’-এর ইঙ্গিত দিয়েছেন। দেশপ্রেম ও অ্যাকশন ঘরানার এই ছবিতে শাকিবের লুক কেমন হবে, তা নিয়েও ভক্তদের কৌতূহল বাড়ছে।
এর একদিন পর রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে আরও একটি ছবি প্রকাশ করেন এই অভিনেতা। ছবিতে দেখা যায়, শাকিবের হাতে একটি বিশেষ সম্মাননা পুরস্কার। ক্যাপশনে অভিনেতা লেখেন, ‘বাংলা সিনেমাকে বিশ্বমঞ্চে নিয়ে যাওয়ার জন্য সিনেমায় আমার রজতজয়ন্তীতে এটা আগামী দিনগুলোতে আরও কঠোর ও ভালোভাবে কাজ করার অনুপ্রেরণা জোগাবে। আমার প্রিয় দর্শকদের প্রতি অফুরন্ত ভালোবাসা। আপনাদের সমর্থন ছাড়া কিছুই সম্ভব হতো না! আমাকে এত সম্মান দেয়ার জন্য ধন্যবাদ।’
শাকিব আরও বলেন, তার সিনেমা ক্যারিয়ারে ২৫ বছরের এই মাইলফলক কেবল একটি অর্জন নয়, বরং এটি সামনে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা। তিনি স্বপ্ন দেখেন- বাংলা সিনেমাকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার। তার ভাষায়, ‘আমার স্বপ্ন, বাংলা সিনেমাকে বিশ্বমঞ্চে নিয়ে যাওয়া।’
উল্লেখ্য, শাকিব খান অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘তাণ্ডব’। সিনেমাটি মুক্তি পেয়েছিল চলতি বছরের কোরবানির ঈদে এবং দর্শকমহলে বেশ সাড়া ফেলেছিল। সামনে রয়েছে আরও দুটি আলোচিত সিনেমা- ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ এবং ‘সোলজার’। দুটিই ভিন্নধর্মী কনসেপ্টে নির্মিত হচ্ছে বলে জানা গেছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন