ইংলিশ ফুটবল লিগের (ইএফএল) একের পর এক শাস্তিতে চরম সংকটে পড়েছে ঐতিহ্যবাহী ক্লাব শেফিল্ড ওয়েডনেসডে। চলমান আর্থিক অনিয়ম ও প্রশাসনিক ব্যর্থতার জেরে ক্লাবটির পয়েন্ট থেকে এবার আরও ৬ পয়েন্ট কেটে নেওয়া হয়েছে। ফলে চ্যাম্পিয়নশিপে ক্লাবটির মোট পয়েন্ট দাঁড়াল মাইনাস ১০–এ।
এর আগে চলতি বছরের ২৪ অক্টোবর প্রশাসনিক নিয়ন্ত্রণে (অ্যাডমিনিস্ট্রেশন) যাওয়ার কারণে শেফিল্ড ওয়েডনেসডের পয়েন্ট থেকে ১২ পয়েন্ট কাটা হয়েছিল। ওই ঘটনার মধ্য দিয়েই দীর্ঘদিনের বিতর্কিত মালিক দেজফন চানসিরি–র অধ্যায়ের অবসান ঘটে।
ইএফএলের এক বিবৃতিতে বলা হয়, খেলোয়াড় ও স্টাফদের বেতন এবং অন্যান্য আর্থিক দায় পরিশোধে ব্যর্থ হওয়াসহ একাধিক নিয়মভঙ্গের কারণেই নতুন করে ৬ পয়েন্ট কেটে নেওয়া হয়েছে। একই সঙ্গে সাবেক মালিক চানসিরিকে আগামী তিন বছর কোনো ইএফএল ক্লাবের মালিক বা পরিচালক হওয়া থেকে নিষিদ্ধ করা হয়েছে।
গত কয়েক মাস ধরে শেফিল্ড ওয়েডনেসডের আর্থিক দুরবস্থা প্রকাশ্যে চলে আসে। অভিযোগ রয়েছে, চানসিরির সময়ে নিয়মিতভাবে খেলোয়াড় ও ক্লাবকর্মীদের বেতন সময়মতো পরিশোধ করা হয়নি।
প্রতিবাদে সমর্থকরাও মাঠে ও মাঠের বাইরে আন্দোলনে নেমেছিলেন। শেষ চ্যাম্পিয়নশিপ ম্যাচে মিডলসব্রোর বিপক্ষে খেলায় গ্যালারি ছিল প্রায় ফাঁকা।
ক্লাব প্রশাসনে নতুন করে নিয়োজিত প্রতিষ্ঠান বেগবিস ট্রেইনার দায়িত্ব নেওয়ার পর সমর্থকদের সাড়া মিলছে। প্রশাসনে যাওয়ার পর কয়েক দিনের মধ্যেই সমর্থকেরা টিকিট ও ক্লাব শপ থেকে ৫ লাখ পাউন্ডের বেশি অর্থ ব্যয় করেছেন।
এমনকি ব্ল্যাকবার্নের বিপক্ষে ডিসেম্বরে অ্যাওয়ে ম্যাচে দলের হোটেল খরচ জোগাতে এক ঘণ্টায় ১০ হাজার পাউন্ড সংগ্রহ করেন তারা।
প্রশাসকরা জানিয়েছেন, দ্রুত ক্লাব বিক্রির আশায় অন্তত ১০টি পক্ষ ইতোমধ্যে অর্থের প্রমাণসহ আগ্রহ দেখিয়েছে।
তবে বাস্তবতা অত্যন্ত কঠিন। নতুন করে পয়েন্ট কাটা পড়ায় শেফিল্ড ওয়েডনেসডে এখন লিগ টেবিলের একেবারে তলানিতে। ২৩তম স্থানে থাকা নরউইচ সিটির চেয়ে তারা ২৩ পয়েন্ট পিছিয়ে, আর নিরাপদ অবস্থান থেকে ব্যবধান ২৭ পয়েন্ট।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন