বার্সেলোনার ১৮ বছর বয়সী তরুণ উইঙ্গার লামিনে ইয়ামাল বর্তমানে পাবালজিয়া চোট নিয়ে ভুগলেও তার মাঠের পারফরম্যান্সে তার কোনো ছাপ পড়েনি।
মাত্র নয়টি লিগ ম্যাচে ৫টি গোল এবং ৭টি অ্যাসিস্ট করে তিনি ইতিমধ্যেই নিজেকে দলের অপরিহার্য অংশ হিসেবে প্রমাণ করেছেন। আসন্ন বিশ্বকাপের আগে পূর্ণ ফিটনেস ফিরে পাওয়াই এখন তার মূল লক্ষ্য।
সাম্প্রতিক 'সিবিএস ৬০ মিনিটস' সাক্ষাৎকারে ইয়ামাল কিংবদন্তি লিওনেল মেসির সঙ্গে তার তুলনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেছেন।
সাক্ষাৎকারে ইয়ামাল বলেন, লিওনেল মেসি সবার সেরা ফুটবলার, তবে তিনি জানেন আমি ভালো খেলোয়াড়। আমরা যদি একে অপরের বিরুদ্ধে খেলি, থাকবে পারস্পরিক সম্মান।
তিনি আরও যোগ করেন, আমি মেসির মতো খেলতে চাই না বা নম্বর ১০ জার্সি পরতে চাই না। আমি আমার নিজস্ব খেলোয়াড় হতে চাই।
শিশুকাল থেকে মেসি তার আদর্শ ছিল বলে জানিয়ে ইয়ামাল বলেন, মেসির পাসগুলো আমি সবসময় লক্ষ্য করতাম। অন্যদের পাসও ভালো, কিন্তু মেসির পাস প্রায়ই গোলের সমান।
ইয়ামাল জানান ছোটবেলায় আমি ড্রিবলার ছিলাম না, বরং গোলস্কোরার এবং অনেক দৌড়ানোর অভ্যাস ছিল।
১৮ বছর বয়সে এত পরিচিত হওয়া সহজ নয় বলেও ইয়ামাল জানান। আমি চাইলে সাধারণ বাচ্চার মতো আচরণ করতে পারতাম না। স্কুল থেকে বাড়ি যাওয়া বাচ্চাদের মতো আমি যেতে পারি না। আমার বাড়ির সামনে ফটোগ্রাফার থাকে, রাস্তার উপর আমার জার্সি পরে থাকা ছেলে-মেয়েরা।
তারপরও তিনি গর্বের সঙ্গে বলেন, মানুষ বলেছে আমার কারণে তারা আবার ফুটবল দেখতে শুরু করেছে। আমার মা এখন সব ম্যাচ দেখেন।
ইয়ামাল জানিয়েছেন, তার কোনো বড় লক্ষ্য বা রেকর্ড ভাঙার লক্ষ্য নেই। আমি চাই মানুষ ফুটবল উপভোগ করুক এবং আনন্দিত হোক। যদি কেউ আমার খেলা দেখে খুশি হয়, আমি সেটাই চাই।
তিনি আরও যোগ করেন, ফুটবল আমার প্রথম প্রেম। ম্যাচের সময় আমার মনের সব সমস্যা ভুলে যাই। খেলাধুলা সবাইকে সমান করে।
ইয়ামাল নিজের খেলার ধরন সম্পর্কে বলেন, যদি সামনে তিনজন খেলোয়াড় থাকে, আমি তাদের চ্যালেঞ্জ দিই। আমার আত্মবিশ্বাস আমার খেলার স্টাইল। এবং তিনি তার প্রিয় গোল হিসেবে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ফ্রান্সের বিরুদ্ধে করা গোলটি উল্লেখ করেন।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন