আগামী ৭ ও ৯ অক্টোবর সিরিয়া ও দুবাইয়ের নারী দলের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। এ দুটি ম্যাচ খেলে ১০ অক্টোবর জর্ডানের উদ্দেশে রওনা দেবে অর্পিতা বিশ^াসরা। প্রীতি ম্যাচ খেলতে গতকাল সকালে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে দেশ ছাড়ে অনূর্ধ্ব-১৭ নারী দল। তবে তিনজন কোচিং স্টাফের ভিসা না হওয়ায় তারা দলের সঙ্গে যেতে পারেননি।
অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দলের সব খেলোয়াড়, হেড কোচ ও অন্যদের ভিসা হলেও সহকারী কোচ জয়া চাকমা, গোলরক্ষক কোচ ইমন ও ম্যানেজার মিরোনার ভিসা হয়নি। গতকাল আরব আমিরাতে ছুটি থাকায় ভিসা পাওয়ার সম্ভাবনা নেই। আগামী পরশু ভিসা পেলে কোচিং স্টাফের তিনজন রওনা হবেন। এর আগে সম্প্রতি ক্রিকেটার সৌম্য সরকার আফগানিস্তান সিরিজে দলে ডাক পেলেও ভিসা জটিলতার জন্য যেতে পারেননি। ১৩-১৭ অক্টোবর জর্ডানে এএফসি অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টের বাছাই। সেই টুর্নামেন্টের প্রস্তুতির জন্য দুবাইয়ে যাত্রাপথে দুটি প্রীতি ম্যাচ খেলবেন অর্পিতারা। বয়সভিত্তিক নারী দলকে টুর্নামেন্টের প্রস্তুতির জন্য বাফুফে সাম্প্রতিক সময়ের মধ্যে এবারই বিদেশে প্রীতি ম্যাচের ব্যবস্থা করেছে। আগামী এএফসি বাছাই পর্বে ১৩ অক্টোবর স্বাগতিক জর্ডানের বিপক্ষে প্রথম ম্যাচ বাংলাদেশের। গ্রুপের দ্বিতীয় ও শেষ ম্যাচ ১৭ অক্টোবর চাইনিজ তাইপের বিপক্ষে। তিন দলের মধ্যে গ্রুপ চ্যাম্পিয়ন দল আগামী বছর মূল পর্বে খেলবে। ২০১৭ ও ১৯ সালে বাংলাদেশ এএফসি অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্টের চূড়ান্ত আসরে খেলেছিল।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন