সোমবার, ০৬ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৫, ০২:০৬ এএম

ভিনিসিয়ুসের জোড়া গোলে শীর্ষে রিয়াল

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৫, ০২:০৬ এএম

ভিনিসিয়ুসের জোড়া গোলে শীর্ষে রিয়াল

জোড়া গোল করলেন ভিনিসিয়ুস জুনিয়র। আরেকটি গোল করলেন কিলিয়ান এমবাপ্পে। এ দুই তারকা ফুটবলারের নৈপুণ্যে স্প্যানিশ লিগের ম্যাচে রিয়াল মাদ্রিদ ৩-১ গোলে হারাল ভিয়ারিয়ালকে। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে রিয়াল। আট ম্যাচ খেলে তাদের অর্জন সর্বোচ্চ ২১ পয়েন্ট। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনার চেয়ে ২ পয়েন্টে এগিয়ে গেছে ‘লস ব্লাঙ্কোসরা’। তা ছাড়া গত সপ্তাহের ডার্বি পরাজয়ের পর জয়ের ধারায় ফিরেছে তারা।
চ্যাম্পিয়নস লিগে কাইরাতকে হারিয়ে দীর্ঘ সফর শেষে দেশে ফিরে লিগের লড়াইয়ে মনোযোগ দেয় জাবি আলোনসোর দল। গত সপ্তাহে অ্যাতলেতিকো মাদ্রিদের কাছে ৫-২ গোলে বিধ্বস্ত হওয়ায় এই ম্যাচে প্রমাণ করার অনেক কিছুই ছিল তাদের সামনে। বিশেষ করে শক্তিশালী ভিয়ারিয়ালের বিপক্ষে, যারা বর্তমানে তৃতীয় স্থানে। ইনজুরিতে থাকা দানি কারভাহাল ও ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ডের অনুপস্থিতিতে রাইট ব্যাক হিসেবে ফেরেডিকো ভালভার্দেকে দলে ফেরান আলোনসো। সান্তিয়াগো বার্নাব্যুতে ধীরগতির প্রথমার্ধে রিয়াল মাদ্রিদই বল দখলে ও সুযোগ তৈরিতে এগিয়ে ছিল। টিনএজ ফরোয়ার্ড ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো গোল পেতে পারতেন, কিন্তু এমবাপ্পের পাস থেকে তার শট ব্লক করেন ভিয়ারিয়ালের রেনাতো ভেইগা। অন্যদিকে, ভিয়ারিয়ালের ফরোয়ার্ড তানি ওলুওয়াসেয়ি মাদ্রিদের ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে এগিয়ে গিয়েছিলেন। কিন্তু থিবো কুর্তোয়া দারুণ এক সেভে রক্ষা করেন দলকে। দ্বিতীয়ার্ধের শুরুতেই ভিনিসিয়ুসের গোলে রিয়াল এগিয়ে যায়। তার নেওয়া শটটি সান্তি কোমেসানার গায়ে লেগে দিক পরিবর্তন করে গোলরক্ষক আরনাউ তেনাসকে পরাস্ত করে জড়ায় জালে। মাদ্রিদ তাদের ব্যবধান বাড়ায় ৬৯ মিনিটে। ভিনিসিয়ুসকে পেনাল্টি এরিয়ায় ফেলে দেন রাফা মারিন। তারপর স্পট কিক থেকে স্কোর ২-০ করেন এই ব্রাজিলিয়ান। ৭৩ মিনিটে মিকাউতাদজে ভিয়ারিয়ালের হয়ে একটি গোল শোধ দিলেও ৮১ মিনিটে কিলিয়ান এমবাপ্পে দ্রুত স্কোর লাইন ৩-১ করে দেন। ৭৭ মিনিটে ভিয়ারিয়াল আরও বিপদে পড়ে সান্তিয়াগো মাওরিনো দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে। তারপর উদ্বেগ হয়ে আসে কিলিয়ান এমবাপ্পের চোট! শেষ দিকে গোড়ালির ইনজুরিতে মাঠ থেকে উঠে যেতে হয় তাকে।

রূপালী বাংলাদেশ

Link copied!