বাংলাদেশ টি-টোয়েন্টি দলের নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাস ইনজুরিতে পড়েছেন। তার বদলে টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছিলেন সৌম্য সরকার। কিন্তু ভিসা জটিলতায় পড়ে সংযুক্ত আরব আমিরাতে গিয়ে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিতে পারেননি এই অভিজ্ঞ ওপেনার। ফলে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলা হলো না তার। তবে বসে নেই সৌম্য। আফগানদের বিপক্ষে খেলতে না পারলেও চলমান জাতীয় লিগ টি-টোয়েন্টিতে খেলছেন এই ব্যাটসম্যান। গতকাল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে খুলনা বিভাগের হয়ে ঢাকা বিভাগের বিপক্ষে খেলছেন। ব্যাটিংয়ে ওপেনিংয়ে নেমে ২৪ রান করে আউট হয়েছেন।
বিসিবি থেকে দেরিতে সৌম্য সরকারের ভিসার আবেদন করায় সাড়া দেয়নি ঢাকাস্থ আরব আমিরাত দূতাবাস। এ কারণেই গত ডিসেম্বরের পর থেকে বাংলাদেশের হয়ে খেলার অপেক্ষায় থাকা সৌম্য আফগানিস্তান সিরিজেও খেলতে পারেননি। সৌম্যকে ছাড়াই প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। গতকালও সিরিজের শেষ ম্যাচে তাকে ছাড়াই খেলে জাকের আলীর দল। বাংলাদেশ দলে ডাক পাওয়ার খবরে সৌম্য এনসিএলে দুই ম্যাচ খেলেই সিলেট ছেড়ে ঢাকায় এসেছিলেন। মিস করেছেন খুলনার হয়ে তিনটি ম্যাচ। গতকাল আবার দলে ফিরেছেন। গত জুলাইয়ে মিরপুরে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও বাংলাদেশের স্কোয়াডে ছিলেন সৌম্য। কিন্তু পিঠের চোটের কারণে সেই সিরিজ থেকে ছিটকে যান। এর আগে শ্রীলঙ্কা সফরেও চোটের কারণে খেলতে পারেননি। ছিলেন এশিয়া কাপের প্রাথমিক দলেও। যদিও মূল স্কোয়াডে জায়গা হয়নি, রাখা হয়েছিল স্ট্যান্ডবাই হয়ে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অনেক দিন ধরেই ছন্দে নেই সৌম্য। সর্বশেষ ৩০ ইনিংসে কোনো ফিফটি পাননি। যদিও এনসিএলের প্রথম দুই ম্যাচে রান পেয়েছেন। রাজশাহী বিভাগের বিপক্ষে ৬২ আর ঢাকা মহানগরের বিপক্ষে ৪৫। আর গতকাল ঢাকা বিভাগের বিপক্ষে করলেন ২৪।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন