সোমবার, ০৬ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৫, ০২:০৬ এএম

মেসির ‘অন্যরকম’ হ্যাটট্রিক

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৫, ০২:০৬ এএম

মেসির ‘অন্যরকম’ হ্যাটট্রিক

মেজর লিগ সকারে নিউ ইংল্যান্ড রেভল্যুশনকে ৪-১ গোলে উড়িয়ে দেয় ইন্টার মিয়ামি। লিওনেল মেসি গোল না পেলেও করেছেন ‘অন্যরকম’ এক হ্যাটট্রিক। মিয়ামির চার গোলে তিন অ্যাসিস্টই করেন মেসি। আইয়েন্দে ও স্প্যানিশ ডিফেন্ডার জর্দি আলবা দুটি করে গোল করেন। এ নিয়ে টানা দ্বিতীয় ম্যাচ গোল পেলেন না লিওনেল মেসি। তবে টানা দুই ম্যাচে তার বড় ভূমিকা থাকবে না, তা তো আর হয় না! গোল করতে না পারলেও তিনটি গোল বানিয়ে দিলেন তিনি। ইন্টার মায়ামি পেল বড় জয়ের দেখা। মেসি গোল না পেলেও তার স্বদেশি উইঙ্গার তাদের আইয়েন্দে করেন ২ গোল। মেসির দীর্ঘদিনের সঙ্গী ও সতীর্থ জর্দি আলবা করেন ২টি গোল। ৩ অ্যাসিস্টের মাঝে একবার জালের দেখা পান মেসিও। তবে অফসাইডের কারণে গোল হয়নি। বাংলাদেশ সময় রোববার ভোরে এই ম্যাচের শুরুতে বিশেষ এক আয়োজন ছিল সের্হিও বুসকেতসকে নিয়ে। এই মৌসুম শেষে বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ারের ইতি টানবেন সর্বকালের সেরা ডিফেন্সিভ মিডফিল্ডারদের একজন। তার স্ত্রী ও সন্তানেরা, মিয়ামির মালিকপক্ষ ও ম্যানেজমেন্টের অনেকেই ছিলেন আয়োজনে। মিয়ামির মাঠে ম্যাচের শুরুতে এগিয়ে যেতে পারত নিউ ইংল্যান্ড। নবম মিনিটে কার্লেস হিলের দুর্দান্ত এক ক্রসে ব্র্যান্ডন বাইয়ের হেড ক্রসবারে লেগে ফিরে আসে। ১৪ মিনিটে বক্সের বাইরে থেকে মেসির শট সোজাসুজি যায় গোলকিপারের কাছে। মিনিট দুয়েক পরই আইয়েন্দের শট কোনো রকমে বাইরে পাঠিয়ে দেন নিউ ইংল্যান্ড গোলকিপার। একটু পর বল জালে পাঠান রদ্রিগো দে পল। কিন্তু অফসাইডের কারণে গোল হয়নি। ৩২ মিনিটে আলবার কাছ থেকে বল পেয়ে মেসি বাড়িয়ে দেন আইয়েন্দেকে। চমৎকার ফিনিশিংয়ে বল জালে জড়ান আর্জেন্টাইন উইঙ্গার। ৪৫ মিনিটে বল জালে পাঠান মেসি। কিন্তু এটিও গোল হয়নি অফসাইডের কারণে। প্রথমার্ধের যোগ করা সময়ে বক্সের ভেতরে জাদু দেখিয়ে প্রতিপক্ষ ডিফেন্ডারদের বিভ্রান্ত করে মেসি বল দেন আলবাকে। ভারসাম্য হারিয়েও বল জালে পাঠাতে পারেন এই ডিফেন্ডার। ৫৩ মিনিটে আলবার ক্রস থেকে লুইস সুয়ারেসের হেড চলে যায় বাইরে দিয়ে। মিনিট খানিক পরই সুবর্ণ সুযোগ পান মেসি। বুসকেতসের ডিফেন্স-চেরা দুর্দান্ত পাস ধরে গোলকিপারের পাশ দিয়ে টোকা দিয়ে বল পাঠান মিয়ামি অধিনায়ক। কিন্তু একটুর জন্য তা চলে যায় বাইরে দিয়ে। নিউ ইংল্যান্ড একটি গোল ফিরিয়ে দেয় ৫৯ মিনিটে। পরের মিনিটেই ব্যবধান আবার বাড়ায় মিয়ামি। মাঝমাঠ থেকে উঁচু করে বল বাড়ান মেসি। সেটি ধরে সঙ্গে লেগে থাকা ডিফেন্ডারকে ছিটকে গোল করেন আইয়েন্দে। ৬৩ মিনিটে তেলাস্কো সেগোভিয়ার কাছ থেকে বল পেয়ে বক্সের ভেতরে একজনকে কাটিয়ে কোনাকুনি শটে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোল করেন আলবা। ৮৩ মিনিটে আবার সুযোগ পান মেসি। তবে তার দুর্বল শট জালের ঠিকানা পায়নি। ৩২ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে মায়ামি এখন আছে তিনে। প্লে অফের আগে তাদের দুটি ম্যাচ বাকি এখনো। তবে ৩৩ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা ফিলাডেলফিয়া নিশ্চিত করেছে সাপোর্টার্স শিল্ড। মেজর লিগ সকারে নিয়মিত মৌসুমে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দল পায় এই সাপোর্টাস শিল্ড। গত মৌসুমে পয়েন্টের রেকর্ড গড়ে এটি জিতেছিল মিয়ামি।

রূপালী বাংলাদেশ

Link copied!