সাইফের ব্যাটে ভর করে ১২ বল হাতে রেখে আফগানদের হোয়াইটওয়াশ করল বাংলাদেশ। শারজাহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের তিন ম্যাচেই জয়লাভ করে টাইগাররা।
রোববার (৫ অক্টোবর) টস জিতে প্রথম বোলিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অধিনায়ক জাকের আলী। টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভার ব্যাট করে ১৪৩ রানের সংগ্রহ পায় রশিদ খানের দল।
আফগানদের দেওয়া ১৪৪ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে দলীয় ২৪ রানের মাথায় প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ১৬ বলে ১৪ রান করে আজমতউল্লাহর বলে রশিদের হাতে ক্যাচ দিয়ে সাজঘরের পথ ধরে পারভেজ হোসেন ইমন।
ইমন আউট হলে ব্যাট হাতে মাঠে আসে সাইফ হাসান, টাইগার আরেক ওপেনার তামিমকে সাথে নিয়ে ৫৫ রানের জুটি গড়ে সাইফ। দলীয় ৭৯ রানের মাথায় ব্যক্তিগত ৩৩ বলে ৩৩ রান করে ক্যাচ আউট হন তামিম।
তানজিদ তামিম আউট হলেও একপাশ আগলে রেখে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন সাইফ হাসান। সাইফরে ব্যাটে ভর করে দল যখন জয়ের পথে যাচ্ছে ঠিক তখনই দলীয় ১০৯ রানের মাথায় পরপর উইকেট হারিয়ে বসে বাংলাদেশ।
লিটন দাসের পরিবর্তে বাংলাদেশ দলের অধনায়কের দায়িত্ব পাওয়া জাকের আলী ভুল শট খেলে দলীয় ১০৯ রানের মাথায় মুজিবের বলে ১১ বলে ১০ রান করে সাজঘরের পথ ধরেন।
জাকের আলী আউট হওয়ার পরের বলে নতুন ব্যাটার হিসেবে মাঠ আসে শামীম পাটোয়ারী, ক্রিজে নেমে প্রথম বলেই বোল্ড আউট হয়ে বিদায় নেয় শামীম।
পরপর উইকেট হারিয়ে কিছুটা শঙ্কা জেগে বসে টাইগার শিবিরে, তবে সিরিজের প্রথম ম্যাচের মত এদিন আর ভুল করে না বাংলাদেশ।
নুরুল হাসান সোহানকে সাথে নিয়ে ১২ বল ও ৬ উইকেট হাতে রেখে বাংলাদেশের জয় নিশ্চিত করে সাইফ হাসান।
ব্যাট হাতে বাংলাদেশের হয়ে ১৬ বলে ১৪ রান করেন পারভেজ হোসেন ইমন, ৩৩ বলে ৩৩ রান করেন তামিম, ১১ বলে ১০ রান করেন জাকের আলী এবং ৩৮ বলে ৬৪ রান করেন সাইফ হাসান।
বল হাতে আফগানিস্তানের হয়ে ২টি করে উইকেট নেন মুজিবুর রহমান এবং ১টি করে উইকেট নেন রশিদ খান ও আজমত উল্লাহ।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন