লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় টর্নেডোর আঘাতে ল-ভ- হয়েছে দুই গ্রামের শতাধিক ঘরবাড়ি। এতে অন্তত তিনজন আহত হয়েছেন। গতকাল রোববার সকাল ৯টার দিকে উপজেলার ভোটমারী ইউনিয়নের শ্রুতিধর ও চর নোহালী গ্রামে এই টর্নেডো আঘাত হানে।
আহতরা হলেনÑ শ্রুতিধর গ্রামের বাদশা মিয়া (৪০), মামুদ মিয়া (৭০) ও শহিদুল ইসলাম (৪৬)। তারা বর্তমানে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ।
স্থানীয়রা জানান, গত দুই দিন ধরে টানা বৃষ্টির মধ্যে হঠাৎ টর্নেডো আঘাত হানে। এতে দুই গ্রামের টিনশেড, আধাপাকা ও কাঁচা ঘরবাড়ি মুহূর্তে বিধ্বস্ত হয়। উপড়ে পড়ে অসংখ্য বড় গাছ। গাছের ডাল ও টিনের আঘাতে তিনজন আহত হন।
প্রত্যক্ষদর্শী শাহিনুর রহমান বলেন, ‘বৃষ্টি চলাকালীন হঠাৎ ঝড়ে টিনশেড ঘর, আধাপাকা বাড়ি ও গোডাউন মুহূর্তেই ভেঙে পড়ে। ঝড়টি অল্প সময় স্থায়ী ছিল, তবে বেশি সময় থাকলে ক্ষয়ক্ষতি আরও ভয়াবহ হতো।’
ভোটমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ হোসেন বলেন, ‘মধ্য শ্রুতিধর ও চর নোহালী গ্রামে অন্তত শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।’
দুর্যোগের খবর পেয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে তাৎক্ষণিক কিছু আর্থিক সহায়তা ও ত্রাণসামগ্রী বিতরণ করেন।
এ সময় ভোটমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরহাদ হোসেন, কালীগঞ্জ থানার ওসি জাকির হোসেন, কালীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এইচ এম মাজহানুর রহমান ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানা বলেন, ঝড়ে বিধ্বস্ত এলাকা পরিদর্শনে করেছি। ক্ষতিগ্রস্তদের তালিকা করে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন