ঢাকা সোমবার, ০১ ডিসেম্বর, ২০২৫

১৬ ডিসেম্বরের পর বন্ধ হতে পারে যেসব মোবাইল ফোন

রূপালী ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২৫, ০৮:২২ পিএম
মোবাইল ফোন। ছবি- সংগৃহীত

আগামী ১৬ ডিসেম্বরের পর দেশে আর অবৈধ মোবাইল ফোন বেচাকেনা চলবে না বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। একই সঙ্গে ক্লোন করা, অবৈধভাবে আমদানি ও চোরাচালানাকৃত মোবাইল ফোন বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সম্প্রতি এক আলোচনা সভায় বিটিআরসির কমিশনার মাহমুদ হোসেন জানান, মোবাইল ফোন বেচাকেনা বন্ধ করার আগে কেনা সব ধরনের ফোন ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার বা এনইআইআরে নিবন্ধন করবে সংস্থাটি।

সরকার সচল ফোন বন্ধ করবে না উল্লেখ করে তিনি বলেন, ‘দামি ফোন সহজলভ্য করতে টেলিকম অপারেটরদের কিস্তিতে বিক্রি করা ফোনে জানুয়ারি থেকে চালু হবে ক্যারিয়ার লক সুবিধা।’

বর্তমানে দেশে টেলিকম নেটওয়ার্কে ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি বা আইএমইআই ক্লোন করা স্মার্টফোন ১০ লাখের বেশি। এতে সাইবার ও মোবাইল ফোনে আর্থিক লেনদেনে নিরাপত্তা ঝুঁকি বাড়ছে। এবার ক্লোনসহ সব ধরনের অবৈধ ফোন নিবন্ধন করবে বিটিআরসি।

তবে মোবাইল ফোন বন্ধ হওয়ার বিষয়ে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই বলেও জানান বিটিআরসির কমিশনার। তিনি বলেন, ‘আমাদের সবার উচিত বৈধভাবে যাচাই-বাছাই করে ফোন ক্রয় করা। বর্তমানে দেশের নেটওয়ার্কে নিবন্ধিত এবং অনিবন্ধিত উভয় মোবাইল ফোন সচল রয়েছে। তবে অবৈধ ফোনগুলো বন্ধের প্রয়োজন হলে গ্রাহকদের পর্যাপ্ত সময় দেওয়া হবে। বিষয়টি নিয়ে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই।’

তিনি আরও বলেন, ‘সরকার এবং বিটিআরসির পক্ষ থেকে আমি গ্রাহকদের অনুরোধ করব, সবাই যেন নিবন্ধন করা মোবাইল ফোন কেনেন। আমরা অনিবন্ধিত মোবাইল ফোনের বিষয়ে আপনাদের নিরুৎসাহিত করছি।’