চার দিনের বা ৯৬ ঘণ্টার ব্যবধানে বঙ্গোপসাগর অঞ্চলে আবারও রিখটার স্কেলে ৪ দশমিক ২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) ভারতের স্থানীয় সময় দুপুর ২টা ৩২ মিনিট ৪ সেকেন্ডে এ কম্পনটি রেকর্ড করা হয় বলে জানিয়েছে ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি)।
ইএমএসসি জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভারতের ত্রিপুরার বেলোনিয়া শহরের দক্ষিণে, মিজোরামের থেনজল এবং সেরছিপ শহরের দক্ষিণ–দক্ষিণ-পশ্চিম দিকে এবং পশ্চিমবঙ্গের হলদিয়ার পূর্ব–দক্ষিণ–পূর্বাঞ্চলে বিস্তৃত এলাকায়। এনসিএস তাদের পরিমাপে ভূমিকম্পটির মাত্রা ৪.০ বলে উল্লেখ করেছে।
সংস্থাটি জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৪.২ এবং গভীরতা প্রায় ৫৭ কিলোমিটার। তাদের হিসেবে ভূমিকম্পের কেন্দ্র ভারতের নবরংগপুর শহর থেকে দক্ষিণ–দক্ষিণ–পূর্বে এবং বিশাখাপত্তনমের দক্ষিণ–পূর্বে অবস্থান করছিল।
এর আগে, শনিবার (২৭ নভেম্বর) রাত ৩টা ২৯ মিনিটে বঙ্গোপসাগরে আরেকটি ভূমিকম্প আঘাত হানে, যার মাত্রা ছিল ৪.০ এবং গভীরতা মাত্র ১০ কিলোমিটার। সেটির কেন্দ্র টেকনাফ থেকে প্রায় ১২৩ কিলোমিটার দক্ষিণ–পশ্চিমে ছিল। তারও আগে, ২১ নভেম্বর বাংলাদেশজুড়ে ৫.৭ মাত্রার ভূমিকম্পে ঢাকাসহ বিভিন্ন এলাকা কেঁপে ওঠে। সেই ভূমিকম্পে সারা দেশে দশজন প্রাণ হারান এবং আতঙ্কে ভবন থেকে লাফিয়ে পড়া বা ইট খসে পড়ায় চার শতাধিক মানুষ আহত হন।

