রাজধানী কদমতলী থানা জুরাইন এলাকায় দুর্বৃত্তের গুলিতে মো. পাপ্পু শেখ (২৬) নামে এক যুবক নিহত হয়েছে। নিহত যুবক পেশায় সিএনজিচালক।
সোমবার (০১ ডিসেম্বর) রাত সোয়া ৮টার দিকে গুলিবিদ্ধ ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
নিহত পাপ্পুর বাবা মন্টু শেখ জানান, আমার ছেলে পেশায় সিএনজি চালক। জুরাইন গ্যাস পাম্প রোড আশরাফ মাষ্টার আদর্শ স্কুলের সামনে স্থানীয় বাপ্পা ও কাঞ্চি সহ তিনজন মিলে আমার ছেলেকে গুলি করে পালিয়ে যায়। পরে আমরা খবর পেয়ে আমার ছেলেকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। ওখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কি কারণে আমার ছেলেকে গুলি করে হত্যা করল এ বিষয়ে আমরা কিছু জানি না।
তিনি আরও জানান, আমাদের গ্রামের বাড়ি মাদারীপুর জেলার রাজন থানার বাসাবাড়ি গ্রামে। বর্তমানে ১৬৪২ নম্বর পূর্ব জুরানই গ্যাস পাম্প মিষ্টির দোকান এলাকায় থাকেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে, বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

