ঢাকা সোমবার, ০১ ডিসেম্বর, ২০২৫

কোথায় আছে মেট্রোরেলের ছাদে ওঠা সেই কিশোর?

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২৫, ১২:৪৬ পিএম
ছবি - সংগৃহীত

মেট্রোরেলের ছাদে এক কিশোর ওঠায় ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ ছিল গতকাল রাতে। এ ঘটনায় জড়িত এক কিশোরকে সংশোধনাগারে পাঠিয়েছে পুলিশ।

সোমবার (০১ ডিসেম্বর) সকালেই এমআরটি পুলিশের নিয়ন্ত্রণকক্ষ সূত্র এ তথ্য জানিয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত রোববার রাত ৮টার পর আগারগাঁও স্টেশন থেকে টিকিট কেটে ওই কিশোর মেট্রোরেলের ছাদে ওঠে। সচিবালয় স্টেশনে ট্রেন চলার সময় দুই বগির মাঝের অংশে ঝুলে থাকতে দেখেন অন্য যাত্রীরা। পরে কিশোরটি ট্রেনের ছাদে ওঠে। নিরাপত্তাকর্মীরা তখন বিদ্যুৎ সংযোগ বন্ধ করে তাকে ছাদ থেকে নিরাপদে নামান।

ঘটনার কারণে রোববার রাতেই মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ করা হয়। পরে শাহবাগ থানার মাধ্যমে ওই কিশোরকে আগারগাঁও কিশোর সংশোধনাগারে পাঠানো হয়।

ডিএমটিসিএলের এক কর্মকর্তা (নাম প্রকাশ না করার শর্তে) বলেন, কিশোরের বয়স আনুমানিক ১৩–১৪ বছর। সে যেভাবে ট্রেনের ছাদে ওঠে, সেখানে মেট্রোরেলের ক্যাটিনারি সিস্টেমের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ হয়। ফলে, ঝুঁকিপূর্ণ কাণ্ড ঘটার সম্ভাবনা ছিল। মেট্রোরেল চালু হওয়ার পর এই ধরনের ঘটনা আর ঘটেনি।