ঢাকা সোমবার, ০১ ডিসেম্বর, ২০২৫

গাজীপুরে পৃথক তিন স্থানে আগুন, বসতবাড়িসহ ঝুট গুদাম পুড়ে ছাই

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২৫, ১২:২০ পিএম
আগুনে টিনশেডের একটি গুদাম ও ঝুট মালামাল পুড়ে গেছে। ছবি- রূপালী বাংলাদেশ

গাজীপুর মহানগরের কোনাবাড়ী, টঙ্গীর মাঝুখান ও কালিয়াকৈরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে ঝুট গুদাম, বসতবাড়ি ও মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এসব অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হয়নি।

সোমবার (১ ডিসেম্বর) ভোরে এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, আমবাগ নজরদিঘী এলাকায় টিনশেডের তৈরি ঝুটের একটি গুদামে আগুন লাগে। এ সময় স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে প্রায় এক ঘণ্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে টিনশেডের একটি গুদাম ও ঝুট মালামাল পুড়ে গেছে। তাৎক্ষণিক আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। 

এদিকে, টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহীন আলম বলেন, ভোরে টঙ্গীর মাঝুখান এলাকায় ঝুট গুদামে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আধ ঘণ্টা  চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ৪টি ঝুট গুদাম ও মালামাল পুড়ে গেছে।

এ ছাড়া ভোরে কালিয়াকৈর উপজেলার পল্লী বিদ্যুৎ দিঘীর পাড়ে কলোনিতে আগুনের সূত্রপাত। মুহূর্তে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ৩টি কলোনির ৭৪টি রুম পুড়ে গেছে।