ঢাকা সোমবার, ০১ ডিসেম্বর, ২০২৫

ফের বাড়ল স্বর্ণের দাম

রূপালী ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২৫, ০৯:৪৫ পিএম
ছবি- সংগৃহীত

দেশের বাজারে স্বর্ণের দাম ভরিপ্রতি বেড়েছে এক হাজার ৫৭৫ টাকা পর্যন্ত। এখন থেকে দেশের বাজারে প্রতি ভরি ভালো মানের বা ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে দুই লাখ ১২ হাজার ১৪৫ টাকায়।

সোমবার (০১ ডিসেম্বর) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ধাতুর দাম বৃদ্ধির তথ্য জানায়, যা কাল মঙ্গলবার (০২ ডিসেম্বর) থেকে কার্যকর হবে।

নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ ২ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ ৭৩ হাজার ৫৭২ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম এক লাখ ৪৪ হাজার ৪২৪ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে অপরিবর্তিত আছে রুপার দাম। ২২ ক্যারেটের রুপার ভরি চার হাজার ২৪৬ টাকা, ২১ ক্যারেটের রুপার দাম ভরি চার হাজার ৪৭ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি তিন হাজার ৪৭৬ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম দুই হাজার ৬০১ টাকা নির্ধারণ করা হয়েছে।