লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের বিএনপির প্রার্থী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, ‘যে সমস্ত দায়িত্ব পালন ইসলামে বিধান আছে, তাতে আপনার যদি আমল ভালো থাকে– নামাজ-রোজা-হজ-যাকাত– সেগুলো আপনি করবেন। আপনাকে আল্লাহ তায়ালা বেহেশতে নিবে। বেহেশতের নেওয়ার মালিক জামায়াতে ইসলামী, মার্কা বা ‘টিকেট’ না। এটা হলো ভাঁওতাবাজি, মানুষদেরকে ধোঁকা দেওয়া।’
সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় লক্ষ্মীপুর সদর উপজেলার শাকচরে নির্বাচনি পথসভায় বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
খায়ের ভূঁইয়া বলেন, ‘কোনো মানুষ বা কোনো মার্কা কাউকে বেহেশতে নিতে পারে না। আমলের ওপর নির্ভর করে বেহেশতে নেওয়ার মালিক একমাত্র আল্লাহ।’
তিনি আরও বলেন, ‘ধানের শীষ এ দেশের জনগণের। আমরা যেটা খাই, তার সঙ্গে মোনাফেকি করা চলবে না, ঠিক আছে? এটা আল্লাহর রহমত। শহীদ জিয়াউর রহমান ধানের শীষ প্রতীক আমাদের দিয়ে গেছেন। এ রহমতের বরকতে এখনো আমরা বেঁচে আছি।’
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা নিউমার্কেট থানা বিএনপি নেতা আনোয়ার হোসেন টিপু, সদর উপজেলা (পশ্চিম) বিএনপির সভাপতি মাহবুবুর রহমান খোকন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন পাটোয়ারী বিটু, বিএনপি নেতা সাইদুর রহমান ভুট্টু, রাব্বি এলাহী জহির, জামাল হোসাইন ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন প্রমুখ।

-20251201141948.webp)

