দীর্ঘদিনের অবহেলা ও যোগাযোগব্যবস্থার দুরবস্থার প্রতিবাদে এবং দ্রুত ভোলা-বরিশাল সেতু নির্মাণের দাবিতে চরফ্যাশনে সাধারণ মানুষের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) সকাল ১০টায় হাজারো মানুষের অংশগ্রহণে চরফ্যাশন পৌরশহরের চরফ্যাশন টাওয়ারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নেন বিভিন্ন পেশার মানুষ-ব্যবসায়ী, জেলে, কৃষক, দিনমজুর, শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিকসহ সর্বস্তরের সাধারণ জনতা। সবার হাতে ছিল ব্যানার, ফেস্টুন ও নানা স্লোগানসংবলিত প্ল্যাকার্ড। যার মধ্যে ছিল— ‘গ্যাস যদি নিতে চাও, ভোলা-বরিশাল সেতু দাও’, ‘দাবি মোদের একটাই, ভোলা-বরিশাল সেতু চাই।’
বক্তারা বলেন, ভোলা-বরিশাল সেতু শুধু ভোলাবাসীর দাবি নয়, এটি জাতীয় উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। দেশের দক্ষিণাঞ্চলের পর্যটন, কৃষি, মাছধরা, শিল্পকারখানা ও সামুদ্রিক অর্থনীতিকে আরও শক্তিশালী করতে ভোলার সঙ্গে বরিশালের সড়কসংযোগ এখন সময়ের দাবি।
বক্তারা আরও বলেন, দেশের অন্যান্য জেলায় যেখানে একের পর এক সেতু নির্মাণ হয়েছে, সেখানে ভোলার মতো গুরুত্বপূর্ণ জেলা দীর্ঘদিন সেতুবঞ্চিত থাকা এক ধরনের বৈষম্য। তারা সরকারের কাছে দ্রুত প্রকল্প অনুমোদন, নকশা প্রণয়ন ও কাজ শুরুর আহ্বান জানান।



