ঢাকা মঙ্গলবার, ০২ ডিসেম্বর, ২০২৫

পাচারের সময় ৫০ বস্তা সার জব্দ, দুই ভ্যানচালককে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২৫, ১১:৩৪ পিএম
পাচারের সময় ৫০ বস্তা সার জব্দ। ছবি- রূপালী বাংলাদেশ

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় পাচারের সময় ৫০ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনার সঙ্গে জড়িত দুই ভ্যানচালককে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (১ ডিসেম্বর) সকালে উপজেলার বালিয়ান ইউনিয়নের তেলিগ্রাম সড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০ বস্তা সার জব্দ করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ তাকী তাজওয়ার আটককৃত সার যথাযথ নিয়ম মেনে সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য উপজেলা কৃষি কর্মকর্তাকে নির্দেশ দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা–২০২৫ অনুযায়ী ডিলারদের জন্য বরাদ্দকৃত সার যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া অন্যত্র পরিবহন করা সম্পূর্ণ নিষিদ্ধ। অথচ নীতিমালার তোয়াক্কা না করে ফুলবাড়িয়া উপজেলার জন্য বরাদ্দকৃত ডিএপি সার গোপনে পাশের উপজেলা মুক্তাগাছায় পাচারের উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল। 

এ সময় দুই ভ্যানগাড়িতে বহন করা ৫০ বস্তা সরকারি ডিএপি সার আটক করা হয়। সারের বস্তাগুলো কার কাছে সরবরাহের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল—এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালত জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক যাচাই–বাছাই করে।

ফুলবাড়িয়া উপজেলা কৃষি কর্মকর্তা নূর মোহাম্মদ বলেন, সরকার নিয়োগকৃত ডিলারদের ভর্তুকি মূল্যে সার দিয়েছেন, যাতে কৃষক সহজেই সার ক্রয় করতে পারেন। এক উপজেলা থেকে অন্য উপজেলায় নেওয়া, এটা মূলত অসাধু ব্যবসায়ীরা সার কিনে মজুত করে সারের সংকট সৃষ্টি করতে পারে। এ ধরনের অবৈধ কার্যক্রমের কারণে সরকার নির্ধারিত সারের সুষ্ঠু বিতরণ ব্যাহত হওয়ার পাশাপাশি কৃষকরা ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে পড়েন।

ফুলবাড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ তাকী তাজওয়ার বলেন, সরকারি সার পাচার প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং কৃষকের স্বার্থ রক্ষায় কাউকে ছাড় দেওয়া হবে না। কৃষি উৎপাদন ও সুষম সার বিতরণ নিশ্চিত করতে প্রশাসন আরও কঠোর নজরদারি চালাবে বলেও জানান তিনি।