ঢাকা সোমবার, ০১ ডিসেম্বর, ২০২৫

ইডকল ও বাংলাদেশ চা সংসদের চা বাগানে সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা

রূপালী ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২৫, ০৬:৫৬ পিএম
ছবি প্রেস বিজ্ঞপ্তি থেকে পাওয়া।

ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) এবং বাংলাদেশ চা সমিতির মধ্যে সম্প্রতি অনুষ্ঠিত এক বৈঠকে বৃহত্তর সিলেট ও চট্টগ্রামের চা বাগানে সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে।

২০ নভেম্বর সমিতির মহাখালী ডিওএইচএস কার্যালয়ে প্রায় ২৮৪ একর অনাবাদি জমি সৌরবিদ্যুৎ স্থাপনের জন্য ব্যবহার করার সম্ভাবনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির চেয়ারম্যান কামরান টি রহমান। এসময় উপস্থিত ছিলেন ইডকল-এর নির্বাহী পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আলমগীর মোরসেদ, নবায়নযোগ্য জ্বালানি বিভাগের প্রধান মো. এনামুল করিম পাভেল, নবায়নযোগ্য জ্বালানি বিভাগের টেকনিক্যাল ইউনিট প্রধান মোহাম্মদ ওয়াহিদুর রহমান এবং বাংলাদেশ চা সমিতির প্রতিনিধি ওয়াহিদুল হক, জিয়াউল আহসান, মুস্তাফিজুর রহমান ও ড. কাজী মুজাফফর আহমেদ।

মতবিনিময় সভায় ইডকলকে চা বাগান পরিদর্শন করে সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সম্ভাব্যতা যাচাই করার অনুরোধ জানানো হয়। এ সময় ইডকল-এর নির্বাহী পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আলমগীর মোরসেদ বলেন, ‘ইডকল বাংলাদেশ চা সমিতির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে এবং সৌরবিদ্যুতের সম্ভাবনা কাজে লাগাতে এবং নবায়নযোগ্য জ্বালানি, জ্বালানি দক্ষতা ও অবকাঠামো প্রকল্পে অর্থায়নের মাধ্যমে বাংলাদেশের পরিচ্ছন্ন জ্বালানিতে রূপান্তরকে ত্বরান্বিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

এ পর্যন্ত ইডকল সারা দেশে ১৯২ মেগাওয়াট রুফটপ সৌরবিদ্যুৎ প্রকল্পে অর্থায়ন করেছে এবং ৬টি সৌরবিদ্যুৎ কেন্দ্রে মোট ২৭১ মেগাওয়াট অর্থায়নের সফল রেকর্ড রয়েছে। বিশ্বব্যাংক, কে-এফ-ডব্লিউ, ইউএসএআইডি, জাইকা ও জিসিএফসহ আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের অর্থায়ন চ্যানেলিংয়ে ইডকল একটি গুরুত্বপূর্ণ জাতীয় প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। বিশেষ করে টেক্সটাইল ও তৈরি পোশাক শিল্পের মতো জ্বালানি-নিবিড় খাতে জ্বালানি দক্ষতা বৃদ্ধিতে ইডকল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ তার জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি) ও নবায়নযোগ্য জ্বালানি লক্ষ্যমাত্রা অর্জনের পথে আরও এক ধাপ এগিয়ে যাবে, যা দেশের সবুজ ও টেকসই ভবিষ্যৎ গড়ার দৃষ্টিভঙ্গিকে শক্তিশালী করবে।