দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা বিএনপির মহিলাবিষয়ক সম্পাদক সখিনা বেগমের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি।
সোমবার (৩০ নভেম্বর) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এর আগে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল।
প্রসঙ্গত, দলীয় সিদ্ধান্ত অমান্য করে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় তাকে বহিষ্কার করেছিল বিএনপি। তার আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।
এদিকে, এই নেত্রীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিএনপির নেতা–কর্মীরা। তারা বলেন, এই বহিষ্কারাদেশ প্রত্যাহারের ফলে উপজেলা বিএনপি এবং তৃণমূল নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরে আসবে এবং দল আরও গতিশীল হবে।


