কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে বিএনপি মনোনীত সংসদ প্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী সোমবার (০১ ডিসেম্বর) দুপুরে ফুডল্যান্ড ক্যাফে রেস্টুরেন্টে ভেড়ামারা উপজেলায় কর্মরত বিভিন্ন সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।
খুলনা বিভাগীয় প্রেস ক্লাবের ভেড়ামারা উপজেলা শাখার সভাপতি প্রভাষক সাইফুল ইসলামের সঞ্চালনায় ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্যসচিব মো. শাহাজান আলী, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব- এর সাবেক কুষ্টিয়া জেলা সভাপতি ও সাবেক সিভিল সার্জন ডা. আব্দুল হান্নান, ভেড়ামারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব এস আলম হুসাইন সোহাগসহ বিএনপিও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় সাংবাদিক পক্ষ থেকে বক্তব্য রাখেন ভেড়ামারা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ডা. আমিরুল ইসলাম মান্নান, দৈনিক যায় যায় দিন প্রতিনিধি আব্দুল আলীম, দৈনিক হিসনা বানী পত্রিকার সম্পাদক ও প্রকাশক আরিফুজ্জামান লিপটন, দৈনিক যুগান্তর প্রতিনিধি রেজাউল করিম, খুলনা বিভাগীয় প্রেস ক্লাব ভেড়ামারা শাখার সাধারণ সম্পাদক জাহিদ হাসান, দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি মাসুদ করিম, ভেড়ামারা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি ডা. কামরুল ইসলাম মনা, দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি ইসমাইল হোসেন বাবু, মানবজমিন প্রতিনিধি শাহ্ জামাল, দৈনিক কালবেলা প্রতিনিধি বুলবুল আহমেদ, খোলাকাগজ প্রতিনিধি এস এম আবু ওবাইদা আল মাহদী, দৈনিক জনতার কণ্ঠ পত্রিকার সম্পাদক জান্নাতুল ফেরদৌস প্রমুখ।
এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী। তিনি বলেন, আগামী নির্বাচনে যদি তিনি সংসদ সদস্য নির্বাচিত হন তাহলে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিমুক্ত এলাকা তথা বাংলাদেশ গড়ে তুলতে চেষ্টা করবেন। সেই সাথে তিনি এলাকার সার্বিক উন্নয়নে মতভেদ ভুলে সাংবাদিকদের অগ্রণী ভূমিকা রাখতে রাখার আহ্বান জানান।

