বিপিএল নিলামের পর দিনই দলে আরও এক নতুন বিদেশি খেলোয়াড় যোগ করেছে রাজশাহী ওয়ারিয়র্স। পাকিস্তানি ব্যাটিং অলরাউন্ডার হুসেইন তালাত এখন রাজশাহীর হয়ে খেলবেন। আগেও তিনি চট্টগ্রাম কিংসের হয়ে বিপিএল খেলেছেন, তাই বাংলাদেশি দর্শক–সমর্থকদের কাছে নতুন মুখ নন।
তালাতের বিপিএল ক্যারিয়ার তেমন নজরকাড়া নয়। সর্বশেষ তিনটি ম্যাচে রান করেছেন ৪২, যার মধ্যে এক ইনিংসে করেন ৪০ রান। বল হাতে গত মৌসুমে শিকার করেছেন একটি উইকেট। তার আগে টি-টোয়েন্টি ক্রিকেটে প্রায় ৮২ উইকেট নিয়েছেন তিনি।
নিলামের আগে থেকেই রাজশাহী দল তাদের স্কোয়াড গুছিয়ে নিতে শুরু করেছিল। ইতোমধ্যেই দলে যুক্ত হয়েছেন তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজ এবং সাহিবজাদা ফারহান।
নিলামে নতুন সংযোজনের তালিকায় আছেন জিশান আলম, তানজিম হাসান সাকিব, ইয়াসির আলী রাব্বি, আকবর আলী, রিপন মন্ডল, হাসান মুরাদ, আব্দুল গাফফার সাকলাইন, এসএম মেহরাব, রবিউল হক, ওয়াসি সিদ্দিকী এবং মুশফিকুর রহিম।
বিদেশি খেলোয়াড়দের মধ্যে যুক্ত হয়েছেন শ্রীলঙ্কার দুষন হেমন্তা ও পাকিস্তানের জাহানদাদ খান।
দলের কোচ হান্নান সরকার জানিয়েছেন, রাজশাহী ওয়ারিয়র্সের স্কোয়াড নিয়ে এখনো আরও কিছু চমক থাকতে পারে।


