ঢাকা সোমবার, ০১ ডিসেম্বর, ২০২৫

টি-টোয়েন্টি সিরিজ দিয়ে মাঠে ফেরার সম্ভাবনা গিলের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২৫, ০৫:৩৮ পিএম
শুভমান গিল। ছবি- সংগৃহীত

চোট থেকে সুস্থ হয়ে ওঠার পথে আছেন তরুণ ব্যাটিং সেনসেশন শুভমান গিল। চলমান দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক (ওডিআই) সিরিজ শেষ হলেই টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে, সেই ফরম্যাটে তার মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে।

সবকিছু ঠিকঠাক চললে, ভারতের টেস্ট ও ওডিআই অধিনায়ক গিল কটক-এ শুরু হতে যাওয়া পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই দলের সঙ্গে যোগ দিতে পারেন। প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি আগামী ৯ ডিসেম্বর, সোমবার কটকের মাঠে অনুষ্ঠিত হবে।

গিল সোমবার (১ ডিসেম্বর) থেকেই ব্যাঙ্গালুরুতে অবস্থিত বিসিসিআই-এর সেন্টার অফ এক্সেলেন্স (সিওই) এ পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেছেন। গলার চোটের কারণে তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে ছিলেন।

বিসিসিআই সূত্রে জানা যায়, গিলকে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের অনুমতি দেওয়ার সম্ভাবনা এখন ৫০ শতাংশের বেশি। এটি তার দ্রুত সেরে উঠার একটি ইতিবাচক ইঙ্গিত।

গিলকে শেষবার মাঠে দেখা গিয়েছিল গত ১৫ নভেম্বর কলকাতার প্রথম টেস্টের দ্বিতীয় দিনে। গলার স্পাজম বা টান তাকে ইডেন টেস্টের দ্বিতীয় দিনেই মাঠ থেকে সরে যেতে বাধ্য করে। এই চোটের ফলেই তিনি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ এবং চলমান তিন ম্যাচের ওডিআই সিরিজ মিস করেছেন।

গুয়াহাটি থেকে ভারতীয় দল ছেড়ে বেরিয়ে মুম্বাইতে বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শের পর, গিল চণ্ডীগড়ে ফিরে ব্যক্তিগতভাবে পুনর্বাসন চালিয়ে যাচ্ছিলেন। আজ, সোমবার তিনি বেঙ্গালুরুতে সিওই-এর উদ্দেশে রওনা দিয়েছেন।