আলেকজান্ডার ইসাক অবশেষে লিভারপুলের জার্সিতে তার প্রথম প্রিমিয়ার লিগ গোল করলেন। রবিবার ওয়েস্ট হ্যামের মাঠে এই গোলে লিভারপুল ২-০ ব্যবধানে জয় তুলে নিল।
গত সেপ্টেম্বরে নিউক্যাসল থেকে ১২৫ মিলিয়ন পাউন্ডে লিভারপুলে যোগ দেওয়া সুইডিশ ফরোয়ার্ড ইসাক লিগে পাঁচ ম্যাচে গোল করতে পারেননি। তবে এখন ক্লাব ও জাতীয় দলের গোলখরা ভেঙে তিনি দলকে কাঙ্ক্ষিত জয়ের স্বাদ দিলেন।
লিভারপুলের কোচ আরনে স্লট ম্যাচ শেষে বলেন, এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এত পরাজয়ের পর জিততে পারা দরকার ছিল। আমরা প্রতিপক্ষকে খুব কম সুযোগ দিয়েছি এবং নিজেদেরও বেশ কিছু সুযোগ তৈরি করেছি।
এদিন ইসাক ম্যাচে গাকপোরের কাটব্যাক পেয়ে ডি-বক্সের ভেতর থেকে দুর্দান্ত এক শটে গোল করেন। উদযাপনে হাঁটু গেড়ে স্লাইড করলেন, যা দলের জন্য বিশেষ মুহূর্ত তৈরি করেছিল। গোলের কিছুক্ষণ পর কোচ স্লট তাকে বদলি করেন এবং টাচলাইনে করমর্দন করে তার প্রশংসা জানান।
৮৪ মিনিটে দুই হলুদ কার্ডে লুকাস পাকেতা নির্বুদ্ধিতার শিকার হলেও লিভারপুলের জয় বাধা হয়নি। স্টপেজ টাইমে গাকপো ওয়েস্ট হ্যামের ভুল রক্ষণের সুযোগ নিয়ে ব্যবধান দ্বিগুণ করেন।
এই জয়ের ফলে লিভারপুল প্রিমিয়ার লিগের টেবিলের অষ্টম স্থানে উঠে এসেছে। কোচ স্লট বলেন, এটি আমাদের জন্য স্বস্তির খবর। এবার ধীরে ধীরে দলের আত্মবিশ্বাস ফিরবে।


