ঢাকা সোমবার, ০১ ডিসেম্বর, ২০২৫

ডিবি কার্যালয়ে সাদিক কায়েম

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২৫, ০৪:৩৭ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম। ছবি- সংগৃহীত

বেশ কিছুদিন ধরে মিথ্যা ও বানোয়াট তথ্যের মাধ্যমে অনলাইনে অপপ্রচারের শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম। এবার সেই অপপ্রচারকারীদের বিরুদ্ধে মামলা করতে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে গেছেন তিনি। 

সোমবার (১ ডিসেম্বর)  বিকেল ৩টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে যান তিনি। 

মামলার পর ডিবি কার্যালয়ের গেটে ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে বলে জানা গেছে।

এর আগে, রোববার (৩০ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মামলা করার ঘোষণা দেন সাদিক কায়েম।

ফেসবুক পোস্টে তিনি বলেন, ভুঁইফোড় পেজ থেকে মিথ্যা, প্রতারণামূলক এবং বানোয়াট তথ্য ছড়িয়ে অনলাইনে অপপ্রচার চালানোর বিরুদ্ধে তিনি মামলা করব। অতীতের ধারাবাহিকতায় মিথ্যা তথ্য ছড়িয়ে তার নামে কিছু ভুঁইফোড় প্রোপাগান্ডা পেজ থেকে ভুয়া ফটোকার্ড ছড়ানো হচ্ছে। যেসব পেজ থেকে এসব ফটোকার্ড প্রচার করা হচ্ছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।