ঢাকা সোমবার, ০১ ডিসেম্বর, ২০২৫

গুড়ের ভেতর গুড় নেই, আছে রং-চিনি-কেমিক্যাল

ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২৫, ০৫:১১ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

ঢাকার ধামরাইয়ে একটি ভেজাল গুড়ের কারখানায় অভিযান পরিচালনা করে ৪ লাখ টাকা জরিমানা করেছে ‌র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। এসময় ভেজাল গুড় বানানোর জন্য মজুদকৃত চিনি নিলামের মাধ্যমে বিক্রি করা হয় এবং কারখানাটি সিলগালা করে দেওয়া হয়।

সোমবার (০১ ডিসেম্বর) দুপুরে ঢাকার ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের রূপনগর এলাকায় এই অভিযান পরিচালনা করেন র‍্যাব ৪, সিপিসি ২ এর সদস্যরা। এসময় অভিযানের নেতৃত্ব দেন র‍্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান।

র‍্যাব জানায়, অভিযান পরিচালনা করা রূপা এন্টারপ্রাইজের গুড়ের কারখানায় চিনি, রং, কেমিক্যালসহ বিভিন্ন উপাদান দিয়ে ভেজাল গুড় বানানো হয় এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করে ভেজাল গুড় বানানোর সত্যতা পাওয়ায় জড়িতদের ৪ লাখ টাকা অর্থিক জরিমানা করা হয় এবং কারখানাটি সিলগালা করে দেওয়া হয়। এছাড়া, ভেজাল গুড় বানানোর জন্য মজুদকৃত চিনি নিলামের মাধ্যমে বিক্রি করে দেওয়া হয়।

র‍্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান বলেন, ধামরাইয়ের এই গুড়ের কারখানাটিতে গুড় উৎপাদন করা হচ্ছিল কিন্তু মূলত এগুলোতে গুড়ের কোনো অস্তিত্ব নেই। বিভিন্ন রং, কেমিক্যাল দিয়ে ভেজাল গুড় তৈরি করে এরা বাজারজাত করে আসছিল। এখানে মূলত খেজুর বা গুড়ের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। কারখানাটি যারা পরিচালনা করতেন তাদের ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে। এমন অভিযান চলমান থাকবে বলে জানান এই কর্মকর্তা।