কন্যাসন্তানের বাবা হলেন জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। সোমবার (০১ ডিসেম্বর) সন্ধ্যায় কন্যাসন্তানের জন্ম দেন গায়কের স্ত্রী মেহের আয়াত জেরিন। এটি দম্পতির প্রথম সন্তান। এ নিয়ে আপাতত ইমরান কিছু না বললেও গায়কের ঘনিষ্ঠ সূত্রে বিষয়টি জানা গেছে।
২০২৩ সালের ২৪ মে মেহের আয়াত জেরিনের সঙ্গে পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন ইমরান। ২০০৮ সালে ‘চ্যানেল আই সেরাকণ্ঠ’ আয়োজনে প্রথম রানারআপ হন ইমরান। এরপর নিয়মিত গানে সরব হয়ে দেশজুড়ে তুমুল শ্রোতাপ্রিয় হন। একই সঙ্গে সুরকার ও সংগীত পরিচালক হিসেবে তার নাম ছড়িয়ে পড়ে।

