ঢাকা সোমবার, ০১ ডিসেম্বর, ২০২৫

১ ঘণ্টা পর নিয়ন্ত্রণে পুরান ঢাকার আবাসিক ভবনের আগুন

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২৫, ০৬:২৯ পিএম
ছবি- সংগৃহীত

ফায়ার সার্ভিসের ৭ ইউনিটের প্রায় ১ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর পুরান ঢাকার চকবাজারের আবাসিক ভবনে লাগা ভয়াবহ আগুন। 

সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। 

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের তথ্যমতে, আগুন খবর পেয়ে ফায়ার সার্ভিসের লালবাগের দুটি ইউনিট প্রথমে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন। পরে পলাশী ও সিদ্দিকবাজার ফায়ার সার্ভিসের আরও ৫টি ইউনিট সেখানে কাজ শুরু করে।

পরে প্রায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানায় ফায়ার সার্ভিস। 

এর আগে, সোমবার (১ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে রাজধানীর মোহাম্মদপুরে জহুরি মহল্লায় ৬ তলা আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

আগুন লাগার খবর নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি কর্মকর্তা রাশেদ বিন খালেদ।

তিনি বলেন, একটি ছয়তলা আবাসিক ভবনের ষষ্ঠ তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করে বিকেল ৪টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।