চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) রাজধানীর ভাটারার সাইদনগরে অবস্থিত দারুস সালাম হোসেইনিয়া মাদ্রাসায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন: বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. আবু হোরায়রা, সহসভাপতি ফেরদৌস মাহমুদ রুবেল, সহসভাপতি রাসেল হোসেন (মিজি) এবং যুগ্ম সাধারণ সম্পাদক রিপন পাশা।
এ ছাড়া উপস্থিত ছিলেন: ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শাখা ছাত্রদলের সভাপতি ফাইয়াজ কবির তাওয়াফ ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান; ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস শাখার সভাপতি সায়েম উল হক সিকদার ও সাধারণ সম্পাদক আবির হোসেন; ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শাখার সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল হৃদয়সহ অন্যান্য নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. আবু হোরায়রা বলেন, ‘দেশের এমন ক্রান্তিলগ্নে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা অত্যন্ত জরুরি। তিনি কখনো অন্যায়ের সঙ্গে আপস করেননি। তার মতো গুণী নেত্রী দেশের প্রতিটি ঘরে ঘরে জন্মগ্রহণ করুক—এটাই আমাদের প্রত্যাশা। তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুন, এ জন্য সবার কাছে দোয়া চাই।’
[95501
মাহফিল শেষে অংশগ্রহণকারী হাফেজ ও এতিম শিক্ষার্থীদের মিষ্টিমুখ করানো হয় এবং তাদের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
উল্লেখ্য, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশনায় গতকাল দেশের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ে একযোগে একদিনের দোয়া মাহফিল কর্মসূচি ঘোষণা করা হয়। তারই অংশ হিসেবে আজকের এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।


