ঢাকা মঙ্গলবার, ০২ ডিসেম্বর, ২০২৫

শিল্পী সমিতিকে আলোকিত করে রেখো: মুক্তিকে ডিপজল

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৫, ০৪:২৫ পিএম
অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি ও মনোয়ার হোসেন ডিপজল।

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি। গৌতম ঘোষ পরিচালিত ‘পদ্মা নদীর মাঝি’ সিনেমায় চম্পার মেয়ে গোপী চরিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছিল এই অভিনেত্রীর। ‘চাঁদের আলো’ সিনেমাতে চিত্রনায়িকার চরিত্রে অনবদ্য অভিনয় করে রাতারাতি তারকা খ্যাতি পান তিনি।

সোমবার (১ ডিসেম্বর) ছিল এই অভিনেত্রীর জন্মদিন। এদিন ভক্ত-সহকর্মীদের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন এই নায়িকা।

এদিকে, মা-বোনের জন্য দোয়া চেয়ে ফেসবুক স্ট্যাটাসে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল লিখেন, ‘শুভ জন্মদিন, আমার আদরের ছোট বোন মুক্তি। সবসময় ভালো থেকো, সুস্থ থেকো। এভাবেই তোমার ভালোবাসা ও নিবেদনে শিল্পী সমিতিকে আলোকিত করে রেখো। তোমার আর মায়ের জন্য রইল অনেক অনেক ভালোবাসা ও দোয়া।’

জনপ্রিয় লেখক ও পরিচালক হুমায়ূন আহমেদের ‘শ্রাবণ মেঘের দিন’ সিনেমায় জমিদারের নাতনির চরিত্রে অভিনয় করে মুক্তি মন জয় করে নেন দর্শকদের। এরপর চাষী নজরুল ইসলামের ‘হাসন রাজা’সহ বেশ কয়েকটি সিনেমায় দেখা মেলে তার। হঠাৎ করেই বড় পর্দা থেকে নিজেকে গুটিয়ে নেন অভিনেত্রী।

দীর্ঘদিন ধরে অভিনয় থেকে দূরে থাকলেও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদে যুক্ত হওয়ার পর থেকে বেশ সরব রয়েছেন মুক্তি। ঘুমিয়ে থাকা সমিতিকে চাঙা করেছেন।

অভিনয়ে ফিরবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমি কিন্তু কখনোই অভিনয়ে নিয়মিত ছিলাম না। আমার কাজের সংখ্যাটাও কম। অনেক কাজ করতে হবে এমন কোনো ইচ্ছা ছিল না। ভালো গল্প, চরিত্র ও পরিচালক পেলে আগামীতে হয়তো দেখা যাবে।’

বাংলা চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেত্রী আনোয়ারা বেগমের মেয়ে মুক্তি। আর আনোয়ারাকে মা বলে সম্বোধন করেন অভিনেতা ডিপজল। সেদিক থেকে মুক্তিকে নিজের ছোট বোন মনে করেন এই অভিনেতা।