পিরোজপুরের কাউখালীতে মা ইলিশ রক্ষায় পরিচালিত বিশেষ অভিযানে প্রায় চার হাজার মিটার অবৈধ জাল ও একটি মাছ ধরার নৌকা জব্দ করেছে প্রশাসন।
শুক্রবার (১১ অক্টোবর) দিনব্যাপী উপজেলার বিভিন্ন নদ-নদীতে এই অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাফিজুর রহমান জানান, অভিযান টের পেয়ে জেলেরা মাছ, জাল ও নৌকা ফেলে পালিয়ে যায়। পরে জব্দকৃত নৌকাটি ধ্বংস করে নদীতে ফেলে দেওয়া হয় এবং জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়।
কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা বলেন, ‘ইলিশ সম্পদ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে। আগামী ২৫ অক্টোবর পর্যন্ত নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। এ সময় যাতে কোনো জেলে নদীতে নামতে না পারে, সে জন্য নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।’