সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোলে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার পরিচয় এখনো পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (০৯ অক্টোবর) ভোরে শিয়ালকোল ইউনিয়নের ক্ষুদ্র শিয়ালকোল গ্রাম থেকে তার লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।
সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, রাতের কোনো এক সময় ওই যুবককে কুপিয়ে ও গলা কেটে নৃশংসভাবে হত্যা করে দুর্বৃত্তরা। স্থানীয়রা লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
এসআই আরও বলেন, নিহতের পরিচয় শনাক্ত করতে পিবিআইকে খবর দেওয়া হয়েছে। লাশের পাশ থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।