ঢাকা মঙ্গলবার, ০৭ অক্টোবর, ২০২৫

সিলেটে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, বহু হতাহতের শঙ্কা

সিলেট ব্যুরো
প্রকাশিত: অক্টোবর ৭, ২০২৫, ০৯:০০ এএম
দুর্ঘটনাকবলিত উদয়ন এক্সপ্রেস। ছবি- রূপালী বাংলাদেশ

চট্টগ্রাম থেকে সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ট্রেন ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার এলাকায় ট্রেনটি লাইনচ্যুত হলে এ দুর্ঘটনা ঘটে। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। 

দুর্ঘটনার পর থেকে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ সম্পূর্ণ বন্ধ রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই বিকট শব্দে কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে পাশের জমিতে উল্টে পড়ে। এ সময় যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা জানান, ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হলে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে ইঞ্জিনসহ তিনটি বগি উল্টে থাকতে দেখা গেছে। লাইনও উপড়ে গেছে।

ট্রেনে ছিলেন এমন এক যাত্রী জানান, তিনি শেষের দিকের বগিতে ছিলেন। এটি চট্টগ্রাম থেকে সিলেট আসছিল। ঘটনাস্থলে আসার পর হঠাৎ ট্রেন ঝাঁকুনি দিতে দিতে থেমে যায়।

তিনি জানান, যে দুটি বগি লাইনচ্যুত হয়েছে তার একটি ক্যান্টিন। ফলে হতাহতের সংখ্যা কম হবে। তিনি কয়েকজনকে রক্তাক্ত অবস্থায় দেখেছেন। তারা চিকিৎসা নিতে চলেও গেছেন।

পুলিশ, ফায়ার সার্ভিস ও রেলওয়ের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন। স্থানীয় বাসিন্দারাও উদ্ধারকাজে সহায়তা করছেন।