ঢাকা মঙ্গলবার, ০৭ অক্টোবর, ২০২৫

গাজায় বোমাবর্ষণ বন্ধে ট্রাম্পের আহ্বানের পরও ১০০ ফিলিস্তিনি নিহত

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৭, ২০২৫, ০৯:০৫ এএম
গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত। ছবি- সংগৃহীত

মিসরের পর্যটন শহর শারম এল শেখ এ চলমান যুদ্ধবিরতি আলোচনার মধ্যেও ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, সোমবার (৬ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাজায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) গুলিতে নিহত হয়েছেন ১০ জন। এদের মধ্যে ৩ জন নিহত হয়েছেন খাদ্য ও ত্রাণ নিতে গিয়ে।

গত সপ্তাহে গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত নতুন একটি পরিকল্পনা পেশ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প এই পরিকল্পনা পাশের পরপরই সেটিকে সমর্থন জানায় ইসরায়েল। পরে ৩ অক্টোবর সেই প্রস্তাবে সম্মতি জানায় ফিলিস্তিনি প্রতিরোধ সংস্থা হামাসও।

উভয়পক্ষ সম্মতি জানানোর পর ৪ অক্টোবর ইসরায়েলি বাহিনী গাজায় হামলা-বোমাবর্ষণ বন্ধ করতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে আহ্বান জানান ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের সেই আহ্বানে সাড়া দিয়ে এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, গাজায় হামলা বন্ধ করতে আইডিএফকে নির্দেশ দেওয়া হয়েছে।

কিন্তু গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, ট্রাম্প হামলা-বোমাবর্ষণের নির্দেশ প্রদানের পরেও গাজায় গত তিন দিনে নিহত হয়েছেন ১০৪ জন। এদের সবাই নিহত হয়েছেন ইসরায়েলি সেনাদের গুলিতে। ইসরায়েলের সরকারের মুখপাত্র শোশ বেদ্রোসিয়ান অবশ্য রোববার এক ব্রিফিংয়ে ইসরায়েলি বাহিনীর হামলা-হত্যার সাফাই দিয়ে বলেছেন, ট্রাম্প আহ্বান জানানোর পর থেকে গাজায় ‘রক্ষণাত্মক’ অভিযান পরিচালনা করছে ইসরায়েল।

এদিকে এক প্রতিবেদনে মিসরের দৈনিক আল কাহেরা নিউজ জানিয়েছে, সোমবার (৬ অক্টোবর) মিসরের পর্যটন শহর শারম এল শেখ- এ ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাবের ওপর আলোচনা শুরু হয়েছে ইসরায়েল, যুক্তরাষ্ট্র, কাতার, মিসর ও হামাসের প্রতিনিধিদের। মিসরের কর্মকর্তাদের বরাতে জানা গেছে, সোমবার ছিল বৈঠকের প্রথম সেশন বা পর্যায় এবং এ পর্যায়ে গাজার অবশিষ্ট ইসরায়েলি জিম্মি এবং ইসরায়েলের কারাগারে বন্দি ফিলিস্তিনিদের মুক্তিসংক্রান্ত প্রাথমিক আলোচনা শুরু হয়েছে।