ময়মনসিংহের তারাকান্দা ইউপি সদস্য জামাল উদ্দিনকে (৬০) পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। রোববার (৫ অক্টোবর) রাতে উপজেলার নলচাপড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জামাল উদ্দিন বানিহালা ইউনিয়নের ৮ নম্বর নলচাপড়া ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য ছিলেন।
পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, নিহত জামাল উদ্দিনের মেয়ে স্থানীয় নলচাপড়া মাদরাসায় লেখাপড়া করেন। প্রতিদিনের মতো তিনি মেয়েকে খাবার দিয়ে বাড়ি ফেরার সময় একদল দুর্বৃত্ত তাকে পিটিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা টের পেয়ে জালাল উদ্দিনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে সেখানে চিকিৎসারত অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে জালাল উদ্দিন মারা যায়।
ঘটনার পর অভিযান চালিয়ে পুলিশ অভিযান চালিয়ে নলচাপড়া গ্রামের ইসমাইলের ছেলে কছিম উদ্দিন (৫৫), একই গ্রামের মিরাশ উদ্দিনের ছেলে আনোয়ার হোসেনকে (৪৫) আটক করে।
স্থানীয়দের ভাষ্য, জামাল উদ্দিন এলাকাবাসীর কাছে জনপ্রিয় ব্যক্তি ছিলেন। তার সঙ্গে কারও ব্যক্তিগত বিরোধ ছিল না। তবে দীর্ঘদিন ধরে স্থানীয় একটি মাদ্রাসার জমি নিয়ে প্রতিবেশীদের সঙ্গে বিরোধ চলছিল। তাদের ধারণা, এই জমি সংক্রান্ত বিরোধের জেরেই তার হত্যাকাণ্ড ঘটেছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের (ইনচার্জ) এসআই মো. শফিক উদ্দিন জানান, গতকাল রাত সাড়ে ৯টার দিকে ইউপি সদস্যকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।
তারাকান্দা থানার ওসি মো. টিপু সুলতান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জমি সংক্রান্ত বিরোধের জেরে ইউপি সদস্য জামাল উদ্দিনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। মরদেহ এখনো আসেনি। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে। আজ রাতেই মামলা হবে জানিয়েছেন ওসি।