ঢাকা মঙ্গলবার, ০৭ অক্টোবর, ২০২৫

কার্যালয় উদ্বোধন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৭, ২০২৫, ০২:০৮ এএম

পটুয়াখালীর কলাপাড়ায় ব্যাচভিত্তিক সামাজিক সংগঠন ‘গৌরবোজ্জ্বল ৯৯’-এর একাদশ প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও নতুন কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গত রোববার রাত ৮টায় পৌর শহরের নতুন বাজার এলাকায় আয়োজিত এ অনুষ্ঠানে সদস্য ও তাদের পরিবারের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাবেক প্রধান সমন্বয়কারী মিঠুন পাল ও শামসুল আরেফিন শাকিল। সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান সমন্বয়কারী মো. মোস্তাফিজুর রহমান সুজন মৃধা। এ সময় বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নাসের, সদস্য মো. শামীম গাজী, মো. জাহিদুল ইসলাম, সমন্বয়কারী (সার্বিক) আশীষ কুমার গোমস্তা, সমন্বয়কারী (অর্থ) অ্যাডভোকেট কামরুজ্জামান সোহেল, সমন্বয়কারী (অফিস ব্যবস্থাপনা) মো. বেলায়েত হোসেন, সমন্বয়কারী (প্রগ্রাম) মো. মনিরুল ইসলাম ও সমন্বয়কারী (প্রচার) সুজন দাস প্রমুখ।