ঢাকা মঙ্গলবার, ০৭ অক্টোবর, ২০২৫

দেড় বছর পর ইজারায় ফিরল সাদাপাথর পর্যটন ঘাট

সিলেট (কোম্পানীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৫, ১০:২৪ পিএম
৬ মাসের জন্য ঘাট পরিচালনার দায়িত্ব পেয়েছেন লিলু মিয়া। ছবি- রূপালী বাংলাদেশ

সিলেট কোম্পানীগঞ্জের আলোচিত সাদাপাথর পর্যটন কেন্দ্রের নৌকাঘাট ও গাড়ি পার্কিং এরিয়া অবশেষে ইজারায় ফিরেছে। সর্বোচ্চ দরদাতা হিসেবে ৩ কোটি ৪১ লাখ ২৫ হাজার টাকায় আগামী ৬ মাসের জন্য ঘাট পরিচালনার দায়িত্ব পেয়েছেন লিলু মিয়া।

দীর্ঘ দেড় বছর ধরে ঘাটটি ইজারা ছাড়া থাকায় খাস কালেকশনের নামে একটি চক্রের লুটপাট ও অনিয়মের অভিযোগ উঠেছিল। স্থানীয়রা অভিযোগ করেন, উপজেলা প্রশাসনের যোগসাজশ ও গড়িমসির কারণে দীর্ঘদিন ঘাটটি ইজারা প্রক্রিয়ার বাইরে ছিল।

অবশেষে ইজারা প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় নৌকার মাঝিমাল্লা ও পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা স্বস্তি প্রকাশ করেছেন। তারা আশা করছেন, নতুন করে ঘাট চালু হওয়ায় পর্যটকদের ভিড় বাড়বে এবং স্থানীয় অর্থনীতি চাঙা হবে।

তবে অনেকেই আশঙ্কা প্রকাশ করেছেন, স্বল্প সময়ের ইজারায় এত বড় অঙ্কের অর্থ পরিশোধ করে নতুন ইজারাদার লাভবান হতে পারবেন কি না সেটিই এখন দেখার বিষয়।