নাটোরের নলডাঙ্গা উপজেলায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তা সজিব হোসেন ও তার পরিবারের ওপর সন্ত্রাসী হামলার বিচারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে ভুক্তভোগী পরিবার ও গ্রামবাসী।
শুক্রবার (২৮ নভেম্বর) বিকেল ৫টায় নলডাঙ্গা সেতুর উপর ‘নির্যাতিত পরিবার ও গ্রামবাসী’ ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ভুক্তভোগী কর্মকর্তা সজিব হোসেন ও তার পরিবারের সদস্য হালিমা আক্তার রিমা, সারোয়ার হোসেন ও ফৈরদৌসি বেগম বলেন, দেশীয় অস্ত্র দ্বারা পরিকল্পিত হত্যার উদ্দেশ্য নিয়ে তাদের ওপর হামলা চালানো হয়।
হামলাকারীরা আবারও হামলার হুমকি দিচ্ছে। তারা জীবনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের কাছে নিরাপত্তা চেয়ে আবেদন করেন এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, গত শুক্রবার ভুক্তভোগীদের রাস্তার পাশে নিজস্ব জমিতে থাকা একটি গাছ পরে তাদের রান্নাঘরের প্রাচীর ভেঙ্গে দেয়। প্রাচীর পুনঃনির্মাণের সময় দুপুরে নামাজের পর প্রতিপক্ষ দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়।
হামলায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তা সজিব হোসেনসহ পরিবারের নারীসহ পাঁচ জন আহত হন।


