সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নূরপুর গ্রামের বাসিন্দা দেলোয়ার হোসেনকে (৪৫) বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে উপজেলার ধানকুনিয়া জলমহাল এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, নাশকতার অভিযোগে উপজেলায় ১৮ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ১৫-২০ জনকে আসামি করে গত বছরের ৭ ডিসেম্বর বিশেষ ক্ষমতা আইনে ধর্মপাশা থানায় একটি মামলা দায়ের হয়।
মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে দেলোয়ার হোসেনকে বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে ধানকুনিয়া জলমহালের খেলাঘরের ভেতর থেকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (২৮ নভেম্বর) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।


